![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
পাকশীর রুপপূরে হচ্ছে পারমনবিক বিদ্যুৎ কেন্দ্র । আলোতে হাসবে পুরো বাংলদেশ , তার সাথে হাসবেন ৭১-এর রণাঙ্গনের দুর্ধষ গেরিলা পাকশীর রুপপূরে মুক্তযুদ্ধা হায়দার আলী । যে দেশের জন্য তিনি জীবনের মায়া তুচ্ছ করে কমান্ডো ট্রেনিং প্রাপ্ত সু-শিক্ষিত পাকিস্তানী সেনাদের বিরোদ্ধে অস্ত্র ধরেছিলেন সেই দেশের উন্নতিতে তিনিতো হাসবেনই । কিন্তু তার হাসি কি শেষ পর্য ন্ত থাকবে?!
যখন তিনি কুলিগিরি শেষে দেখতে পান তার অতি বৃদ্ধ প্যারালাইজড মা ঘরের বারান্দায় শুয়ে বৃষ্টিতে ভিজছে, ঘরের অভাবে ?! এতিম মেধাবী নাতি আর নাতনী স্কুলে যেতে পারছে না খাতা বই এর অভাবে? পাবনা এডওর্য়াড কলেজে পড়ুয়া ছোট ছেলে তার সাথে কুলিগিরি করেও জোটাতে পারছে না পড়ার খরচ ?!
এমন অবস্থায় আপনি কি হাসতে পারতেন স্থায়ী?!
আমি আজ, আমরা আজ স্বাধীন দেশের নাগরিক । স্বাধীনতার ৭ঘোষক নিয়ে তর্ক করছি, পাকিস্তানী আর্মির ভয়, অত্যাচারের ভ২য় বাদ দিয়ে নেটে চ্যাট করছি, নেটে চ্যাট করছেন । সেজে গুজে বর্ষা উৎসব, শরৎ উৎসবে যাচ্ছি । যাচ্ছি প্রথম প্রেম বার্ষিকী বা প্রথম চুমু বার্ষিকী পালন করতে । কত্ত আর কত্ত খরচ । এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান !
বাংলাদেশ যদি আজও পাকিস্তান থাকতো , ভাষার জন্য, প্রাপ্য হিস্যোর জন্য যুদ্ধ করতে হতো তখন আপনার , আমার উৎসব টুটসব থাকতো কই? একবারও ভেবেছেন । একবারও কি ভেবেছেন এই মুক্তিযোদ্ধাদের কাছে যে আপনি ঋনী ।
নিবেন নাকি ঋণ মুক্তির একটু সুযোগ ? আমরা কি পারি না আর্থিক ভাবে দরিদ্র মুক্তিযোদ্ধা হায়দার আলীর কুলিগিরি পেশা গোছাতে? ৬৫ বছরের এ বৃদ্ধ মুক্তি যোদ্ধর মুখে হাসি ফোটাতে ?
এর আগে আমরা পেরেছি টাঙ্গাইলের ক্তিযোদ্ধা দিলীর কাকার (Click This Link) ঋণ কিছুটা হলেও শোধ করার চেষ্টা করে ছিলাম । এইবারও কি পারবো না?
ইভেন্ট লিঙ্ক -
নিচে বিকাশ একাউন্ট দেওয়া হলো । একাউন্টে টাকা দিলে অবশ্যই ইন বক্সে জানিয়ে দেবেন ।
বিকাশ নম্বরঃ ০১৯৫০৮৩৭৫৮১
ডাচ বাংলা ব্যাংক একাউন্ট : Amena Khatun/ AC no : 126.151.32415
এখন পর্যন্ত প্রাপ্ত অর্থের পরিমান
================
*নাম প্রকাশে অনিচ্ছুক - এক হাজার - ১০০০/= (ফেবু)
*নাম প্রকাশে অনিচ্ছুক/ পেশাঃ ছাত্র - তিন শত- ৩০০/= (ফেবু)
*নাম প্রকাশে অনিচ্ছুক- একশত দশ টাকা- ১১০/=
*Rashed Kabir- এক হাজার টাকা- ১,০০০/=
*মেজর (অবঃ) আসাদ, ইউনিলিভার- পাঁচ হাজার টাকা- ৫,০০০/=
*নাম প্রকাশে অনিচ্ছুক-একশত টাকা- ১০০/=
.
মুক্তিযোদ্ধার রক্ত ঋণ গ্রুপ লিঙ্ক Click This Link
পোস্টটি শেয়ার . . . . . . ..
©somewhere in net ltd.