নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

একচন মিয়ার পত্র.. বিএনপি=বিজেপি - প্রমানিত (?!)

০১ লা জুন, ২০১৪ রাত ১২:৪৪

একচন মিয়ার পত্র..

বিএনপি=বিজেপি - প্রমানিত (?!)

......................................................

বিজেপি মাইনে গুজরাটের কসাই মোদী মিয়ার উইনে মাইনে বিজয়ে বিএনপি’র নাচন কুদন দেইখা আমি পুরাই টাসকিত ! বিএনপি আস্তিক-নাস্তিক ফতোয়া দেই, ইসলামের দোহাই দিয়া জামাতরে ছাড়ে না , কথায় কথায় কয় আওয়ামী লীগ থাকলে এ দেশে উলু ধ্বনি হইবো । আওয়ামী লীগ মুসলমানগোরে পুড়াইয়া, পিটাইয়া, ধর্ষন কইরা কিল মাইনে মারে নাই । কংগ্রেসও মারে নাই । অথচ উগ্র উলু বাদী মোদী সাব গুজরাটে দিন দুপুরে মুসলমান মারাইছিল । হেরাই বাবরী মসজিদ ভাইঙ্গা মন্দি বানাইতে চাইছিল, এই বারও হেই ঘোচনা আই মিন এলাউন্চ দিছিল । হেই মোদী সাবের বিজয়ে বিএনপি এত্ত খুশি কিল্লাই?!!! একচন মিয়া গভীর ভাবিত অইয়া ওয়ান্ট নো মাইনে জানতে চায় ।

মোদী সাবগো যখনও ভোট গননা শেষ অয় নাই , ২৭০ সিট পাইয়া ক্ষমতায় যাওনের রাস্তা সিউর অইচে হেই টাইমে মেইনে সময়েই বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়া জেেএসসি চুভেচ্চা পাঠাইছেন । তাজ্জব কি বাত!!!! মুসলমান নিধন কারীর লাইগ্গা এত বেহায়াপনা?!!!

মির্জা সাব, দুধূ সাব, রিজভী মিয়া ভাই বেবাক বিএনপির নাচন কুদন দেইখ্খা মনে অইতেছে বিজেপি নহে বিএনপি ইন্ডিয়ায় পাওয়ারে আইছে । পাওয়ার মাইনে জানেন তো?!!

যাউকগা আইজ হুনলাম আর বাজনা । মোদী সাব তারেক জিয়া ১০% সাবরে ইন্ডিয়া যাইতে দাওয়াত দিছেন । এই নিয়া অণ লাইনে, বিএনপি সমাজে ফুর্তি, প্রচার চলতে আছে !

আইচ্ছা কন তো মোদী সাব কি ফোন কইরা তারেক সাবরে দাওয়াত দিছিল নাকি তারেক জিয়া সাব ফোন করার পর মোদী সাব ভদ্রতা কইরা তারে ইন্ডিয়ায় যাইতে কইছে?েএনচার পিলিজ ( এনচার মাইনে উত্তর) ।

আর এক খান কতা কন তো বিএনপি’র থেইকা প্রচার করন অইতো আওয়ামী লীগ েএই দেশরে ইন্ডিয়ার কাচে দিয়া দিব , এইটা অইবো ইন্ডিয়ার অংচ । কংগ্রেস চরকার কিন্তু আ.লীগের কাচ থেইক্কা দেশ নিতে পারে নাই । এখন মাইন্ডে মাইনে একটা কোশ্চেন আইছে- কংগ্রেসের এনিমি মাইনে চত্রু বিজেপির লগে কি বিএনপির দোস্তি অইচে ? তারা আ.লীগরে ঠেইল্লা ফালাইয়া দিতে হেল্প করফো তার বিনিময়ে বাংলাদেশ অইবো ইন্ডিয়ার অংশ । আর বিএনপির বেগম জিয়া জেএসসি অথবা তারেক সাব অইবো মূখ্য মন্ত্রী । নইলে এত নাচন কুদন কেন? মোদী সাব কেন হিন্দুগো ঘর বাড়ী জ্বালাইয়া দেওয়া, মন্দির ভাইঙ্গা ফালাইন্না বিএনপিরে কাছে টানবো?!!

বিএনপির ভাব দেইখ্খা মনে অইলো বিজেপির সব নেতাগন বিএনপির । মজার এককান জিনিষ সী মাইনে দেখেন -

বিএনপি = বাংলাদেশ ন্যাশানালিস্ট পাটি ( বাংলাদেশ জাতীয়তাবাদী দল)

বিজেপি= বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি ( বাংলাদেশ জাতীয়তাবাদী দল)

?

?

?

ভূল কি কইলাম , উত্তর দেন

একচন একচন - ডাইরেট একচন

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ ভোর ৬:৪৬

সকাল হাসান বলেছেন: মির্জা সাব, দুধূ সাব, রিজভী মিয়া ভাই বেবাক বিএনপির নাচন কুদন দেইখ্খা মনে অইতেছে বিজেপি নহে বিএনপি ইন্ডিয়ায় পাওয়ারে আইছে

=p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.