![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
মোদীর মোদীরতার পর চারদিকে শুরু হয়েছে বাজেটের বাদ্য । বাজেট ঘোষনা করবেন টিভি-র খবর পাঠকরা । আচ্ছা বিভিন্ন জনকে দিয়ে বাজেট না পড়িয়ে/ঘোষনা করিয়ে সব চ্যানালে একজনকেই দিয়ে বাজেট ঘাষনা করা যায় না?!!
বি:দ্র: - আমারে মাফ করবেন মাননীয় অর্থ মন্ত্রী । রেডিওতে স্বাধীনতার ঘোষনা পড়ে কেউ যদি “ঘোষক” হয়ে যায় তাহলে গণ মাধ্যমে বাজেট পড়ে শুনিয়ে টিভি খবর পাঠকরা কেন “বাজেট ঘোষক” নয়?!!!
২| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:০৯
কানা দাজ্জাল বলেছেন: রেডিওতে স্বাধীনতার ঘোষনা পইড়া কেউ যদি “স্বাধীনতার ঘোষক” হইয়া যায় তাইলে বাজেট পইড়াও "বাজেট ঘোষক" হইব। সমস্যাটা কোথায়? সারা জীবনের স্বাধীনতা আর এক বছরের বাজেট এক হইল?
©somewhere in net ltd.
১|
০২ রা জুন, ২০১৪ দুপুর ২:৫৮
দখিনা বাতাস বলেছেন: এই কথাটা আমি অনেকরে বলছি, রেডিওতে ঘোষনা পাঠ করে স্বাধিনতার ঘোষক হইতে পারলে খবর পাঠকরা কেন না? কেউ কেউ কি কি সব জানি যুক্তি দেয়, শুনলে মনে হয় ৭১ এর যুদ্ব ছিল ফুটবল খেলা। কালুর ঘাট থেকে একজন রেডিওতে বাশি ফু দিসে খেলা শুরু হইছে, ভাবটা এমন ঐ বাশি ফু না দিলে কোন বাংগালী যুদ্বে যাইতো না