![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বেগম খালেদা জিয়া জে.এস.সি “তিন ঘন্টা”র ভিতর বিহারী হত্যার বিচার চান । আমি তাকে সাধুবাদ জানাই । একজন নেত্রি হিসাবে, দলীয় প্রধান হিসাবে তিনি সঠিক কাজটিই করেছেন ।
কিন্তু. . . . . . .
কিন্তু কেন তিনি বাসে আগুনে পেুড়ে মরা বাঙ্গালীদের হত্যার বিচার চা্ইলেন না? কেন চাইলেন না অফিস গামী, বাসের শ্রমিক, পুলিসদের হত্যার বিচার?
আর কেনই বা তিন তিনবার প্রধাণ মন্ত্রী থাকার পরও তিনি স্বামী হত্যার বিচার করলেন না?!!! বিহারীদের জন্য তার মন কাদে, অথচ স্বামীর জন্য কাদে না!!!!!!!!!!!!!!!
১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩০
জহিরুলহকবাপি বলেছেন: মাইন্ড খাবো কেন? প্রশ্নটাতো স্বাভাবিক?
কার বিচার কখন হবে সেইটা দেখার দায়িত্ব কি ওনার?
মাইন্ড খাইয়েন না পিলিচ
২| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৩৩
ফুেকাকা বলেছেন: তারপরও কারো না কারো বিচার তো চাইলেন! এদেশে এখন আমাদের চোখে হত্যা-নৃশংসতা সবই স্বাভাবিক। রানা প্লাজা- ক্রসফায়ার-কিংবা জনতা আর পুলিশ খুনাখুনি -- সবই। বিচার চাওয়াটাই বরং অস্বাভাবিক।
৩| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৫
ইসপাত কঠিন বলেছেন: আপনি তো খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন।
কার জন্য কে কাঁদে, কতটুকু কাঁদে, নিঃশব্দে কাঁদে না হাউমাউ করে কাঁদে, কাঁদার পর চোখ মোছার জন্য কোন কালারের রুমাল ব্যাবহার করে। এই ধরনের জাতীয় গুরুত্বপূর্ণ পোস্ট আরও বেশী পরিমানে চাই।
৪| ১৭ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭
আমি দিহান বলেছেন: কথা তো ঘুরাইয়া দিলেন।
©somewhere in net ltd.
১|
১৭ ই জুন, ২০১৪ রাত ৮:২৬
আমি দিহান বলেছেন: কাদে না কি কাদে সেটা দেখার দায়িত্ব কি আপনার?
মাইন্ড খাইয়েন না পিলিচ।