![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাংলাদেশে কি নব্য বিহারী জম্ম নিল? ঘরের দরজায় তালা দিয়ে মানুষ পুড়িয়ে মারা এ তো পাকি গেলমান, বর্তমানের জামাত শিবির আর বিহারী টিহারীদের কাজ । বিহারীদের ৭১ সালের আচরণের কথা কেউ ভুলে যেতে চাইলে আমাদের উচিত হবে না তাকে ভুলতে দেওয়া । যা বলছিলাম এ জঘন্য কাজ কি আসলেই কোন বাঙ্গালী করেছে? যদি করে থাকে তাহলে তাকে ডবল শাস্তি দেওয়া হোক । এ জঘন্য হত্যা কান্ডের শাস্তির সাথে সাথে তাকে শাস্তি দিতে হবে বাঙ্গালী আচরণ বাদ দিয়ে বিহারী আচরণ গ্রহণ করার জণ্য
তবে ভালো করে খেয়াল করতে হবে এইটা জামাত-শিবিরের কোন চাল কিনা যার সাথে বিহারীরাও যুক্ত থাকতে পারে ।
তবে যে বা যারা যে কারণেই এ হত্যা কান্ড ঘটাক অবশ্যই অবশ্যই অবশ্যই তাকে বিচারের আওতায় আনতে হবে ।
তার সাথে কিছু বিহারীকেও আইনের আওতায় আনতে হবে ডিিএমপি’র নিষেধ অমান্য করে আতসবাজি ফোটানোর আপরাধে । এই খুনা খুনির শুরু আতস বাজি ফোটানো কেন্দ্র করে । আইন ভাঙ্গার কারণে অবশ্যই এ বিহারীদের আইনের আওতায় আনা হোক । বিহারীরা এতই খারাপ এ পুড়িয়ে মারার পরেও আতস বাজি , চকলেট বাজিফুটিয়েছে মনের আনন্দে ।
আজও শাহবাগে দেখলাম অল্প কয়েকজন বিহারীদের জন্য মানবতার যুদ্ধ করতে দাড়িয়েছেন । ভাব ছিলাম ক’দিন আগেও যখন বাঙ্গালীদের পুড়িয়ে মারা হচ্ছিল তখন এই মানবতা বস্তুটা ছিল কই?!!!
©somewhere in net ltd.