![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বেগম খালেদা জিয়া জে.এস.সি বিহারীদের জন্য সহমর্মী হয়ে তাদের দেখতে গিয়েছেন । সান্তনার বাণী ছড়িয়েছেন । ভালো. . . . .
গত বছর জুড়ে যে হারে পেট্রোল বোমা মেরে মানুষ মারা হয়েছে, মানুষ পড়িয়ে দেওয়া হয়েছে তাতে বার্ণ ইউনিটে জায়গা হচ্ছিল না । ঢাকা মেডিকেল কলেজ, শহীদ মিনার সহ ডিএমসির আশপাশের এলাকা বাংলা ভাষায় মানুষের আহাজরিতে ভর্তি ছিল । কিন্তু আধা পোড়া, পুরা পোড়া, পোড়ার যন্ত্রণায় অস্থির বাঙ্গালীদের দেখতে বেগম জিয়া জে. এস. সি ঢাকা মেডিকেল কলেজের আশ-পাশও যান নাই ।
বিএনপি যারা করেণ তাদের কাছে এর কারণ টা জানতে চাই । এত লোক পুড়লো কিন্তু তিন বারের প্রধাণ মন্ত্রী একবারের জন্যও ডিএমসিতে যান নাই । কেন? ওরা বাঙ্গালী বলে?!
২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩১
গান পাগলা বলেছেন: ভালো একটা টপিক পাইছেন তো........... আরো কিছু খুইজা বাইর করেন, যেমন সাত খুনের পর বিএনপি কেন সেখানে গিয়েছিলো????
খুজলে আরও অনেক কিছুই পাবেন।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১৪ সকাল ১১:০০
নিয়ামুল ইসলাম বলেছেন: নব্য পাতিহাঁসবিদের কাছেও জবাব চাই।