![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমি জঙ্গলী ফুলে করি আহার
নদীর স্রোতে আমার বিহার
চদ্র বাতি হয়ে সাথি, করি অপেক্ষা
বন্ধু তুমি আইসো বাড়ী
তোমার আসার জন্য রেখেছি হাওয়ার গাড়ী
এসেই তুমি যাইবে চলে
শুকতারাটা উঠে গেলে
ফুলের মধু করে আহার
ধুলো জমবেনা একটুও তোমার
তুমি এসে ফিরিও তোমার বাড়ী
তোমার ফেরার জন্য রেখেছি হাওয়ার গাড়ী ।
এখানে তুমি সিথান রাখ নাই
কিছুক্ষন নদী স্রোতে বেড়াই
নদীতে তোমার ছায়া ফেলে
আবার তুমি যাইও চলেে
দেখব তোমার অপেক্ষায় পাখির দৌড়াদুড়ি
তোমার ফেরার জন্য রেখেছি হাওয়ার গাড়ী ।
©somewhere in net ltd.