নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমি ভাবছি এই “সো সো” না কেন দিন সচু হয়ে যায় .......

১১ ই জুলাই, ২০১৪ সকাল ১১:১৮

পৃথিবীর ইংলিশ ম্যানরা যে কবে আমাদের ধরে প্যাদানী দেয় আমি ভয়ে আছি ।

বাংলাভাষাতো আমরা সেই রকম বিকৃত করছি । তাহছানের গান দিয়ে কি এর শুরু । আমার হয়ে গেছে আমাড় । আমরা আর আমড়া ফলের ভিতর পার্থক্য করা দুস্কর । মা”র (মা এরর) শব্দটা হয়ে গেছে ভাতের মা’ড় । তোমার হয়েছে তোমাড় ।



বলছিলাম ইংলিম ম্যানদের কথা । তাদের ভাষা যে ভাবে বিকৃতি শুরু হয়েছে ! টিভি চ্যানেলগুলো দেখলেই টের পাবেন । মাড় দেওয়া ইস্ত্রি করা গায়ের জোরে স্মার্ট, কখনও কখনও হরর ফিল্মের নায়িকাদের সাজ দিয়ে স্ক্রীনের সামনে দাড়ানো উপস্থাপিকা ( তেনারা এখন অবশ্য কয় “ প্রেজেন্টার”) প্রায় প্রতিটি বাক্যের সাথে বলে “সো” ।

যেমন - ডিয়ার ভিউয়েড়স অমাদেড় আজকেড় অনুষ্ঠানের অতিথি আপনাদেড় সব্বার প্ড়্রিও - পাতলা খান । সো ভিউয়েরস আমাড়া এখন পাতলা খানের সাথে কথা বলব ।

- আপনি পাতলা পাতলা গান গান । দর্শক আপনাড় পাতলা গান অন্নেক লাইকহ কড়ে । সো এ সম্বদ্ধে আপনাড় মতামত দেন ।

হাগতে গেলে “সো”, মুততে গেলে সো, অনুষ্ঠানের শুরুতে “সো”, অনুষ্ঠানের শেষে “সো” ।

আমি ভাবছি এই “সো সো” না কেন দিন সচু হয়ে যায় .......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.