নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমেরিকা,ইহুদী,ফিলিস্তীন,ইসলামি ব্যাংক, অস্ত্মুসলিম নিধন এবং আপনি বাংলাদেশী

১১ ই জুলাই, ২০১৪ রাত ১০:২১

জানোয়ারের বাচ্চা , পৃথিবীর অভিশাপ আমেরিকার মদদে অভিশপ্ত ইসরাইলীরা ফিলিস্তীনে নির্বিচারে গণ হত্যা চালাচ্ছে । নিরীহ মানুষ, শিশু, মহিলা অকাতারে প্রাণ দিচ্ছে । আহারে আহারে । আমাদের কি ক্ষোভ করা ছাড়া, অভিশাপ দেওয়া ছাড়া, কষ্টে ছটপট করা ছাড়া কিছুই করার নাই ?!!!!

অবশ্যই আছে । আসুন আমরা ইসরাইলী পণ্য বর্জণ করি । মনে রাখবেন আপনার টাকায়ই তারা অন্ত্র কিনছে, বানাচ্ছে । ব্যাবসা করে আয়ের বেশীর ভাগ অংশই ব্যায় করে অস্ত্র, অস্ত্র বিজ্ঞান, স্পাইং ইত্যাদিতে ।

আসুন ইসলামী ব্যাংক বর্জণ করি । জিজ্ঞেস করবেন এ পোষ্টে ইসলামী ব্যাংকের কথা কেন?!

উত্তর -

ইসলামী ব্যাংক চলে ইহুদীদের আবিষ্কৃত নিয়মে । এবং ইসলামী ব্যাংকের ৭০ বা ৭২ শতাংশের মালিক ইহুদীরা । তাহলে আপনি ইসলামের নামে ব্যাবসা করা ইহুদীদের পকেট ভারী করছেন, আর তা দিয়ে তারা খুন করছে মানুষ,মানবতা এবং “মুসলামদের” । এবার আপনার ভাবার বিষয় - আপনি কি পবিত্র এ রোযার মাসে মুসলামনদের মারতে ইহুদীদের অস্ত্র কিনার টাকা যোগাবেন?!!! আর একটা বিষয় খেয়াল করুন । ইহুদীদের চালিকা শক্তি আমেরিকা । আমেরিকা বাধা দিলে কোন ভাবেই ইসরাইল ফিলিস্তিনীদের মারতে পারতো না । সেই আমেরিকার রাষ্ট্র দূত লাল পাজ্ঞাবী পরে জামাতের ইফতার পার্টিতে আসে । হরতালের সময় ভুল বশত আমেরিকান দূতাবাসের গাড়ীতে শিবির হামলা করলে জামাত-শিবির ঘোষনা দেয় ক্ষতি পূরণ দেওয়ার । মনে আছে?! অথচ তারাই তখন সারা দেশ পুড়িয়ে দিচ্ছিল ।

তাহলে----

আমেরিকা- ->ইহুদী- -> ফিলিস্তীন- -> ইসলামি ব্যাংক- -> অস্ত্র- -> মুসলিম নিধন এবং আপনি বাংলাদেশী ।

ইসলামীী ব্যাংক কি আপনার বর্জন করা উচিত নয়?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪৪

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: লোল এখানেও ইসলামী ব্যাঙ্ক টেনে আনা হয়েছে!!!
হাম্বাই থাকলেন, মানুষ হইলেন না ইসরাইল ফিলিস্তিনের মত একটা স্পর্শকাতর ইস্যু এরা দলীয় প্রোপাগান্ডায় ব্যবহার করে।

১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০১

জহিরুলহকবাপি বলেছেন: যুক্তিহীন মানুষের অস্ত্র কটু ভাষা । - হযরত আলী

২| ১২ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৪৩

পথহারা সৈকত বলেছেন: আমেরিকা- ->ইহুদী- -> ফিলিস্তীন- -> ইসলামি ব্যাংক- -> অস্ত্র- -> মুসলিম নিধন এবং আপনি বাংলাদেশী ।
ইসলামীী ব্যাংক কি আপনার বর্জন করা উচিত নয়

হাম্বাই থাকলেন, মানুষ হইলেন

৩| ১২ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:০৯

মুদ্‌দাকির বলেছেন: হাউ কাউ হাম্বা হাম্বা পোষ্ট

৪| ১২ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:৪১

কোয়ান্টাম ফ্লাকচুয়েসন বলেছেন: হাহ হাহ হা এক একটা হাম্বার মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা দেখলেও হাসি পায় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.