![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
কাল ছিল ২০ দলীয় জোটের সমাবেশ । একটি রাজনৈতিক দল তাদের ভাবনার পক্ষে জনগনকে টানতে চাইবে এটা খুবই স্বাভাবিক ।
কিন্তু আমার কয়েকটা প্রশ্ন আছে ।
* * * বাংলাদেশ নদী মাতৃক, সবুজ, বৃষ্টি বাদলার দেশ । এদেশের সিংহ ভাগ মানুষ শ্রমজিবী । তারা রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে । ১৯ তারিখের হালকা বৃষ্টিতে যে নেত্রী তার সমাবেশে আসে না , তিনি কি ভাবে এই শ্রমজিবী মানুষগুলোকে ভবিষ্যতে ভালো রাখবেন ? তিনিতো সবার মত বৃষ্টিতে ভিজে মিটিং-এ আসতেন না , সবার মত ভিজতেন না । তিনি থাকতেন প্যান্ডেলের নিচে । তারপরও আসেন নি ।
তাহলে......................?
* * * মির্জ ফখরুল বলেছেন আঙ্গুল বাকা করবেন । আঙ্গুল বাকা মানে কি?
চলন্ত বাসে পেট্রোল বোমা/যাত্রা বাড়ীতে পার্কিং করা বাসে কিশোর পুড়িয়ে মারা? চাদে সাঈদী/মেজর জিয়া/ বেগম জিয়া/জামাতীদের দেখানো ব্যাবস্থা করবেন? তাদের সিজেদের সমর্থকরাও তাদের খুজে পাবে লাদেন/তালেবান/আল-কায়দাদের মত ভিডিওতে ? অথবা মিটিং এর কথা বলে বোরকা পরে পালিয়ে যাবেন কর্মী সমর্থকদের রাস্তায় নামিয়ে? হরতালের দিন বোমা মারার নির্দেশ দিয়ে নিজেরাই হরতাল ভঙ্গ করে হোন্ডায় করে . . . ?
©somewhere in net ltd.