![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বিশ্ব কুখ্যাত ও অসৎ সাংবাদিক ( যানা টাকার বিনিময়ে এক পেশে খবর প্রকাশ করেন, মিথ্যা খবর বানান, ) এবং ইংলিশ ম্যান ছাগু ডেভিড বার্গম্যানের শ্বশুড় ড.কামাল হোসেন বিচারপতিদের অভিশংসন/ইম্পিচম্যান্ট ক্ষমতা সংসদের হাতে আনার তীব্র বিরোধিতা করেছেন ।
কিন্তু কেন?!!!!!!!!!
১৯৭২ সালের সংবিধানে এ আইনটি ছিল ( পরবর্তীতে জিয়াউর রহমান সরকার ১৯৭৮-এ এটি বাতিল করে) । ১৯৭২ সালে সংবিধান কমিটির চ্যায়ারম্যান ছিলেন বঙ্গবন্ধুর স্নেহের ড.কামাল হোসেন ।
প্রশ্ন আসেই যায় । তিনি যে আইনটি করেছিলেন তখন সেটি আবার ফিরিয়ে আনা হলে তারইতো সবচেয়ে খুশি হওয়ার কথা । তিনি যদি এখন আইনটি আবার ফিরিয়ে আনা হয় তাতে তিনি বাধা দিচ্ছেন কেন?!!!!!!!!! তিনি কি মনে করেন তিনি তখন ভুল করেছিলেন? যদি তাই হয় তবে তোর এখন মুক্তিযুদ্ধকে/মুক্তিযুদ্ধে তার কর্মকে ভুল মনে করার কথা !!! বিষয়টা কি তা?
(উমহম ড.কামালের ঘরে কিন্তু ছাগু খায় দায় ঘুমায় আর. . . . । যুদ্ধপরাধীদের বিচার বিষয়ে তার কন্যা, বার্গ মেনের বেগম ব্যারিস্টার সারা হোসেন/ব্যার্গম্যানের মতামত/কর্ম কান্ড কি?)
©somewhere in net ltd.