![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
শেখ মুজিব
** বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই দরকার হয়ে পড়ে বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতী । ঐ সময়ই ইসরাইল আগ বাড়িয়ে বাংলাদেশকে স্বীকৃতি দেয় । ১৯৭২ সালের ফেব্কিরুয়ারী । কিন্তু তৎকালীণ সরকার ইসরাইলী চিঠির উত্তর না দিয়ে উল্টা বাংলাদেশী পার্সপোর্টে লিখে দেয়- ইসরাইল ছাড়া যে কোন দেশ । যা এখন পর্যন্ত বিদ্যমান ।
** ইসলামি ফাউন্ডেশন প্রতিষ্ঠা ।
** হজ্বের অনুমতি প্রদানের জন্য সৌদি বাদশাকে অনুরোধ ।
জিয়াউর রহমান
** জিয়াউর রহমান প্রথম মদের লাইসেন্স প্রদান করেন ।
** সৌদী বাদশাকে বাংলাদেশীদের হজ্ব করতে না দেওয়ার অনুরোধ ও তব্দীরকারী গোলাম আযমদের আস্তে আস্তে বাংলাদেশে পূর্ণ বাসন ।
৭১ সালে বলা হতো শেখ মুজিব,,আওয়মী লীগ, মুক্তিযোদ্ধারা নাস্তিক, ২০১৪-তে এসেও একই । বরং আরও কিছু যুক্ত হয়েছে ।
উপরে গেল উপরের কথা । এবার আসি বর্তমানে ।
শেখ হাসিনা
** প্রয়োজনে অাহত ফিলীস্তীনিদের দেশে এনে চিকিৎসা করানো হবে ।
বিশ্বের বাঘা বাঘা প্রায় সব মুসলিম দেশ সদ্য ঘটিতি ইসরাইলী পাশবিকতারে ব্যাপারে চুপ ছিল বা গা বাচিয়ে চলেছে।
খালেদা জিয়া
** আমেরিকার সাথে সেন্ট মার্টিন চুক্তি বিষয়ক খবর প্রকাশ । আমেরিকানরা এ ভাবেই খেলে । খেলার ভাব দেখে বিশ্বাস্য মনে হয় । আমেরিকার দীর্ঘ দিনের স্বপ্ন সেন্ট মার্টিন । সামরিক ক্ষমতায়ন । সমুদ্র ভর্তি তেল ।
আমেরিকা এ দেশে আসা মানেই ইসরাইলীদের ব্যাবসা । তখন হয়ত লেখা থাকবে না “ইসরাইল ছাড়া যে কোন দেশ”।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
জহিরুলহকবাপি বলেছেন: পুরো পোষ্টের কোথাও কি আমি এ কথা লিখেছি? সৌদি বাদশাহে অনুরোধ করেছিল গোলাম আযম । আর এ গোলাম আযম গংদের জায়গা করে দিয়েছেন জিয়া । -- েএ কথা বলেছি ।
ভালো থাকুন
©somewhere in net ltd.
১|
০৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩৬
ইমরান আশফাক বলেছেন: সৌদী বাদশাকে বাংলাদেশীদের হজ্ব করতে না দেওয়ার অনুরোধ ও তব্দীরকারী গোলাম আযমদের আস্তে আস্তে বাংলাদেশে পূর্ণ বাসন ।[/sb
আপনি কি এটা প্রমান করতে পারবেন যে জিয়া সৌদি আরবকে অনুরোধ করেছিলেন যেন বাংলাদেশিদের হজ্ব করতে দেয়া না হয়?
আমার কাছে অনেক কিছুই মন গড়া তথ্য মনে হয়েছে যদিও আমাকে আবার বিএনপি এর সমর্থক আখ্যা দিয়ে পীড়া দেবেন না।