![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
এখন যদিও আগের মত রাতে চুরি হয়না তবুও চুরাম্যানরা থেমে নাই । অন্য টেকনিকে ।
আসুন আগে বুঝি কেন রাতে চুরি কমে গেছে !
রাতের বেলায় কবি, সাহিত্যিক,শিল্পী,অনেক বাবসায়ী, প্রেমিক, প্রেমিকা, ফেইসবুকার, বল্গার, দেবদাস,পার্বতী, মোবাইলে যার পরিমান মত টাকা আছে, প্রায় সবাই জেগে থাকে । আবার যারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তারা আবার তাড়াতাড়ি উঠে পড়ে বিবিধ কারণে । তাহলে চুরি করার সময় কোথায়?
আছে । এখন চুরি হয় দিনের বেলায় । হাজার কোটি টাকা, মহলা বাড়ী, ইতিহাস, বিপ্লব,বিবেক তো আর রাইতে আনধারে গায়ে সরিষার তেল মেখে চুরি করা যাবে না । এ সব চুরি করতে হয় দিনের আলোতে স্যুট কোট পরে ।
চলেন এ্ সব নেকা পড়া বুলে যাই . . . .
©somewhere in net ltd.