![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অনেকে আমেরিকাকে তোয়াজ করে, অনেকে ভয়ে, অনেকে সুবিধঅ আদায়ের জন্য অনেক কিছুই করে বা করতে বাধ্য হয় । আমেরিকাকে বাধ্য হয়ে বা ভালোবেসে যে যাই করুক না কেন ফল কিন্তু ঐ একই দুই দিন আগে আর দুইদিন পর । স্বার্থপর শব্দের যে কোন ভাষার প্রতি শব্দ হতে পারে আমেরিকা ।
আমেরিকার কিছু কর্ম :
* বাংলাদেশ থেকেই শুরু করি । বঙ্গবন্ধু খুন হওয়ার দু’ঘন্টা আগেই আমেরিকান কিসিজ্ঞার জানায় যে বঙ্গবন্ধু কিলড । আসলে ঐ শুনেছিলেন ভুল । তখন বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্যে বহর মাত্রই বের হয়েছিল । এ বঙ্গবন্ধু যে কোন কারণেই হোক স্বাধীনতার পর রাশিয়ান ব্লকে যোগ না দিয়ে যোগ দিয়েছিলেন আমেরিকান ব্লকে । আমেরিকা মুক্তিযুদ্ধের ইতিহাসের খলনায়ক ।
* চিলির প্রেসিডেন্টকে হত্যা ( আঙ্গুল বাংলাদেশের আমৃত্যু শত্রু হেনরী কিসিনজারের মগজের দিকে ।
* ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মৃত্যুদন্ড ।
* লিবিয়ার প্রেসিডেন্ট কর্ণে ল গার্দাপী ।
* ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের নেতা ইয়াসীর আরাফাত ।
*পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হক সহ আরও কয়েকজন ।
*বিপ্লবী চে গুয়েভার ।
** ভেনিজুয়েলার সদ্য প্রয়াত হুগো শ্যাভেজকে কয়েকবার হত্যার চেষ্টা ।
** ফিদ্রেল কাস্ট্রোকে কয়েকবার হত্যার চেষ্টা ।
এছাড়াও আরও অনেক । আমেরিকাকে ভয় পেলে,তোয়াজ করলে যা হবে , বিপরীতটা করলেও ফল একই হবে । সোওও.................
তবে আশার কথা প্রকৃতির নিয়মেই (ইতিহাস সাক্ষী) আমেরিকার সার্কেল শেষ ।
ভুল বলছি কিছু? ও আর একটা কথা আমেরিকানরা নিজেদের প্রেসিডেন্ট , নেতা কাউরে মারতে বাদ রাখে নাই ।
আমার মনে হয় ইসরাইলের রাজধাণীর নাম আমেরিকা ।
?. . . ??. . . . ???
সাধু সাবধান ....
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫৭
জহিরুলহকবাপি বলেছেন: আমেরিকা চালায় ইহুদীরা । আমেরিকা কারো বন্ধু হয় না । সে যেই হোক
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৬
ইমরান আশফাক বলেছেন: আমার কাছে তালগোল পাকায় গেছে পোস্টটি, শিরোনামের সাথে সম্পর্কটা ধরতে পারছি না।