![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অবৈধ সরকার-রাজাকার এর পাহারাদার - গণজাগরণ মঞ্চ ( ইমরান সরকার,আরিফ জেবতিক গ্রুপ)।
** অবৈধ সরকার :
এ বানী নিয়া ২ /১ জনের স্ট্যাটাস দেখলাম । তারা বিক্ষুব্ধ । কিন্তু আমার মনে হয় তারা ভুল করে মঞ্চের ঐ অংশের উপর রেগে আছেন, সংক্ষুব্ধ হয়েছেন ।
মঞ্চের ঐ গ্রুপ আসলে নিজেদের সমলোচনা করছে । ঠিকই তো “সরকার” বিধিধ ক্যারিক্যাচাল করে গনজাগরনের সাথে “মঞ্চ” লাগিয়ে গাণজাগরনে যোগ দেওয়া কিছু কর্মীকে নিয়ে “গণজাগরণ মঞ্চ” নামের একটি ক্লাব করেছে । “সরকার” ছিল মূখপাত্র ২০১৩ সালে ৮ ফেব্রুয়ারী থেকে । আর গণজাগরণ শুরু হয় ২০১৩ সালে ৫ ফেব্রুয়ারী । এখন বলে ঘোষক [ ২৫ শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, আর জিয়া স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করে ২৭ মার্চ] । তাই তারা বলছে আত্ন সমলোচনা করে বলছে “অবৈধ সরকার” ।
** রাজাকার এর পাহারাদার :
গণ জাগরণকে ভেঙ্গেচুরে খন্ডিত করে মঞ্চ বানিয়ে নয় ছয় করার দরুন সুবিধা হয়েছে কার? রাজাকারের? এবার নির্বাচন না হলে সুবিধা হতো কার? রাজাকারের । সরকারকে টেনে
নামাতে পারলে সুবিধা কার ? রাজাকারের । সাঈদীর রায়ের দিন খন্ডিত সবাই একত্রিত হলেও “সরকার” রাজী হয়নি । তাই ঐক্য বধ্য করার পক্রিয়া শেষ হয়ে যায় । এতে লাভ কার হলো? রাজাকারের । মঞ্চ গ্রুপটি রাজাকারের সুবিধা হবে যাতে তা তা সবই করছে । তাই তারা বলছে “রাজাকারের পাহারাদার” ।
ভুল বলছি কিছু?
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮
নীল আকাশ ২০১৪ বলেছেন: বাপ্পাদিত্য বসু কখনোই কিন্তু রাজাকারদের বিরুদ্ধে কিছু বলেনি। যখন গাঞ্জা খেত, তখন পিন্ডি চটকাতো বঙ্গবীর কাদের সিদ্দিকীর আর এখন চটকায় ইমারান আর আরিফের।