নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

গ্রুপটি রাজাকারের সুবিধা হবে যাতে তা তা সবই করছে । তাই তারা বলছে “রাজাকারের পাহারাদার” ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

অবৈধ সরকার-রাজাকার এর পাহারাদার - গণজাগরণ মঞ্চ ( ইমরান সরকার,আরিফ জেবতিক গ্রুপ)।
** অবৈধ সরকার :
এ বানী নিয়া ২ /১ জনের স্ট্যাটাস দেখলাম । তারা বিক্ষুব্ধ । কিন্তু আমার মনে হয় তারা ‍ভুল করে মঞ্চের ঐ অংশের উপর রেগে আছেন, সংক্ষুব্ধ হয়েছেন ।
মঞ্চের ঐ গ্রুপ আসলে নিজেদের সমলোচনা করছে । ঠিকই তো “সরকার” বিধিধ ক্যারিক্যাচাল করে গনজাগরনের সাথে “মঞ্চ” লাগিয়ে গাণজাগরনে যোগ দেওয়া কিছু কর্মীকে নিয়ে “গণজাগরণ মঞ্চ” নামের একটি ক্লাব করেছে । “সরকার” ছিল মূখপাত্র ২০১৩ সালে ৮ ফেব্রুয়ারী থেকে । আর গণজাগরণ শুরু হয় ২০১৩ সালে ৫ ফেব্রুয়ারী । এখন বলে ঘোষক [ ২৫ শে মার্চ স্বাধীনতা যুদ্ধ শুরু হয়, আর জিয়া স্বাধীনতার ঘোষনা পত্র পাঠ করে ২৭ মার্চ] । তাই তারা বলছে আত্ন সমলোচনা করে বলছে “অবৈধ সরকার” ।
** রাজাকার এর পাহারাদার :
গণ জাগরণকে ভেঙ্গেচুরে খন্ডিত করে মঞ্চ বানিয়ে নয় ছয় করার দরুন সুবিধা হয়েছে কার? রাজাকারের? এবার নির্বাচন না হলে সুবিধা হতো কার? রাজাকারের । সরকারকে টেনে
নামাতে পারলে সুবিধা কার ? রাজাকারের । সাঈদীর রায়ের দিন খন্ডিত সবাই একত্রিত হলেও “সরকার” রাজী হয়নি । তাই ঐক্য বধ্য করার পক্রিয়া শেষ হয়ে যায় । এতে লাভ কার হলো? রাজাকারের । মঞ্চ গ্রুপটি রাজাকারের সুবিধা হবে যাতে তা তা সবই করছে । তাই তারা বলছে “রাজাকারের পাহারাদার” ।
ভুল বলছি কিছু?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৮

নীল আকাশ ২০১৪ বলেছেন: বাপ্পাদিত্য বসু কখনোই কিন্তু রাজাকারদের বিরুদ্ধে কিছু বলেনি। যখন গাঞ্জা খেত, তখন পিন্ডি চটকাতো বঙ্গবীর কাদের সিদ্দিকীর আর এখন চটকায় ইমারান আর আরিফের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.