![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
“বিটিভি” মানে কি “ভীনদেশী” টিভি...... কাল আমি অনেকগুলা চ্যানেলের খবর দেখলাম । প্রতিটা চ্যানেলে ছিল যানযটের খবর । কোথাও এক্সিডেন্টের কারণে, কোথাও ট্রাক নষ্ট হওয়ার কারণে, আরও বিবিধ কারণে । যে কারণে গতপরশু যোগাযোগ মন্ত্রী দু:খ প্রকাশ করেছেন বলে শুনেছি ।
বন্ধু শাফি সমুদ্র Charu Pintu বাড়ীতে রওনা দিয়েছিল গতকাল ভোরে , সে জানিয়েছিল তার জীবনের সবচেয়ে কষ্টকর জার্নিগুলার একটি ছিল গতকালের । রাস্তা ভর্তি জ্যাম ।
কিন্তু বিটিভির খবরে পুরাই উল্টা ........
দেশের মানুষের টাকায় “বিটিভি” চলবে অথচ দেশের ভুল/অসত্য/মিথ্যা তথ্য দিয়ে দেশের মানুষকেই বিপদে ফেলবে?!!!!
বিটিভির মামারা আরও অনেক স্মার্ট হতে হবে . . . . . মনে রাখতে হবে- এখন ডিজিটাল যুগ ।
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৫
জহিরুলহকবাপি বলেছেন: জ্বী .... আরও স্মার্ট হতে হবে মামুদের....... ঈদের শুভেচ্ছা রইল
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১২
অপূর্ণ রায়হান বলেছেন: ঈদের সময় রাস্তায় যানজট থাকবেই , এটা আমাদের দেশের চ্যানেলগুলো এমন ভাবে ফলাও করে দেখায় মনে হয় দেশ সুইজারল্যান্ড হয়ে যাবে ঈদের সময় । ঈদ আসলেই চ্যানেলগুলো বাস টার্মিনাল , লঞ্চ টার্মিনাল আর ট্রেন ষ্টেশন থেকে নড়ে না । একই রকম কোথাও কোন ঘটনা ঘটলে সেখান থেকে লাইভ নামের যে অত্যাচার সারাদিন চালায় তাও একরকম সহ্যের বাইরে চলে গেছে ।
ফালতু চ্যানেলগুলো আলতু ফালতু সারাদিন ২০ মিনিট পরপর খবর প্রসব করে ওদের সময় মেকআপ করে আর আমাদের সময় নষ্ট করে ।
আর বিটিভি তো বিটিভি ই ! তারা আবার এসব কিছুই দেখায় না ।