নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বাংলার ৯৫% সচেতন জনগন এ ফাকি, অপপ্রচার, মুনাফেকি, ফাদে পা দেয়নি

০৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:২৮

মাংস একটানা বেশী বেলা খাওয়া যায় না । কিন্তু কোরবানী ঈদের পর কয়েক দিন মাছও পাওয়া যায়না, শাক সজ্বীও পাওয়া যায়না । তাহলে উপায় কি?!
হঠাৎ মনে পড়লো আরে “আন্ডালন” .... আন্ডা লইতে দিবে... তাই সংক্ষেপে আন্ডালন । আন্ডা দিয়া ভাত খাওয়া যাবে । ডালতো থাকেই ....
প্লিজ বলেন - আশাহত করবে না তো এবারও ?!
**** নাকি কয়েক দিন পর বক্তব্য পাবো ----
শাহবাগীরা, নষ্ট ও নাস্তিকরা বল্গাররা, বাকশালী আওয়ামী লীগের অবৈধ সরকার ও তাদের এজেন্টরা আমাদের নামে মিথ্যা প্রচার চালিয়েছে । আমরা কয়েছিলাম কোরবানীর ঈদের পর “আমরা আন্ডা দিব, সচেতন জনগন আন্ডা লইবেন” সংক্ষেপে “আন্ডালন” । কিন্তু ওরা প্রচার করেছে আমরা এ কোরবানী ঈদের পরে “আন্ডালন” দিব । কিন্তু ভায়েরা আমার আমরা কি কোন সালের নাম বলেছিলাম?!!!!!!
বাংলার সচেতন জনগন এ ফাকি, অপপ্রচার, মুনাফেকি, ফাদে পা দেয়নি । তার প্রমাণতো আপনারা । আমরা ক্লাউন না । বিএনপি মুক্তিযুদ্ধের দল, আমাদের সাথে আছে ধার্মিক জামাতের দল, শহীদ রাজাকারদের দল, পেয়ারা পকিস্তানের দল । আমরা কথা কাজে যদি এক না হতাম তবে “আন্ডা” না দেওয়ার কারণে জনগন আমাদের দিকে পচা আন্ডা ছুড়ত আজ ।
কিন্তু জনগণ আজ নিজ নিজ বাড়ীতে ভালো খাওয়া দাওয়া করছে, আনন্দ উৎসব করছে, টিভিতে ৯৫% জনগন আমাদের বক্তব্যের জন্য আগ্রহে বসে আছে উৎসব মূখর পরিবেশে । এরই ফাকে ফাকে নাচ, গাণ, নাটক দেখছে । যারা বাড়ী গিয়েছে তারা শীঘ্রই ফিরে আসবে নিজ নিজ সংসার চালানোর জন্য । এ বাকশালী, নাস্তিকরা মানুষকে ঠিক মত ঈদও করতে দিচ্ছে না । ঈদ পর অফিসে আসতে হয় ।
( নিচু গলায় তখন কেউ একজন চোখা মিয়ার পুত্রকে শিখিয়ে/মনে করিয়ে দিচ্ছে “আমরা ক্ষমতায় এলে ঈদের ছুটি এক মাস ১ দিনের দিমু)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৩

ঢাকাবাসী বলেছেন: হাই থট!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.