![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
Mahmudul Haque Munshi'র ক্ষুদ্ধ চটি উড়তে থাকে ঢাকার আকাশে। মৃত্যুভয়হীন। Kaniz Aklima Sultana’ রাগান্বিত চিৎকার মিলে যায়, মিশে যায় মৌলবাদীর উৎসবে। মৃত্যু ভয়হীন। যায়নি তো কম। রাজীব, দ্বীপ,শিশু মনির আরও কতজন! তবুও যুদ্ধ। এবার জিতে যাবোই।
যুদ্ধের এ কালে আপনি বিপ্লবী/আপনি এক্টিভিস্ট/আপনি স্বাধীনতার পক্ষে। আপনি খুব সহজে সরকারের কাছের মানুষ বা স্বাধীনতার পক্ষের দাপটে চলমান।
আপনি এই সুযোগো গোপন মিশনে অথবা মোটা টাকায় মৌলবাদী/জামাত-শিবির পোষন করছেন গোপনে। টাকা-গোপন মিশন!! আপনি প্রতিষ্ঠানিক ক্ষমতায়ন করছেন ছাগুদের। ছাগু বিয়ানোর কি চমৎকার, কার্যকারী, গোপন পথ।
আপনি কি বাংলাদেশের শেষ এবং সর্বেোচ্চ স্মার্ট ?!
মোস্তাকের গোপন এজেস্ডা জানি সবাই । গোপন এখন আর কিছু থাকছে না। কখনই থাকে নি।
আমার দেশ পত্রিকা বা এম.পি বদির আকাম কুমাম কিছুই আজ আর অদৃশ্য নয়। পৃথিবীর নিয়মেই সেইটা সম্ভব নয়। আজকের বাংলাদেশেতো আরও সম্ভব নয়।
আগে যেমন দীর্ঘ দিন অপেক্ষা করতো হতো এসব ফাস হওয়ার জন্য এখন সেই যুগ নেই। প্রেমিক প্রেমিকার নিশ্বাসে নিশ্বাসও এখন ঘুরে মোবাইলে মোবাইলে। সাইদীর “লইটা ফিস” বা ফরহাদ মঝহারদের লেন দেন সবই ফাস।
আপনি কি ভাবে ভাবছেন আপনি পার পাবেন। সাধু সাকধান। সময় নাই । সময় নাই সাধু। দৌড়ে সাকো পার হতে পারবা না ।
©somewhere in net ltd.