নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বংশ পরম্পরা । শেখ মুজিব থেকে শেখ হাসিনা।

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:১৯

বংশ পরম্পরা । শেখ মুজিব থেকে শেখ হাসিনা।
দুই জনের কাজ কারবার নিয়া ঝামেলা আছে। ক্ষেপবেন না প্লিজ। মত প্রকাশের স্বাধীণতাতো সবারই আছে।
** শেখ মুজিব কি করছিলেন?
শেখ মুজিব ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।
কেন? কেন? কেন?
তিনি মদের লাইসসেন্স না দিয়ে কেন ইসলামি ফাউন্ডেশন তৈরী করলেন?! ( আশা করি খুব বেশী দিন সময় লাগবে না- আমরা শুনতে পাবো জিয়াই বাংলাদেশের ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠার প্রথম স্বপ্ন দ্রষ্টা)।
পরে মানুষের কথা চিন্তা করে মেজর জিয়া মদের লাইসেন্স দিয়াছেন।
** শেখ মুজিব কি করছিলেন?
শেখ মুজিব কেন সৌদি বাদশাকে হ্বজ্বের অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বারবার।
কেন? কেন? কেন?
গোলাম আযমের অনুরোধে মুক্তি যুদ্ধের পর সৌদি আরব বাংলাদেশীদের হ্বজে যাওয়ার পথ বন্ধ করে দেয়। শেখ মুজিব বারবার অনুরোধ করে সৌদি সরকারের কাছ থেকে হ্বজের অনুমতি আদায় করেন। তিনি ক্ষমতাবান গোলাম আযমের বিরুদ্ধাচারণ কেন করলেন? আবার গোলাম আযমকে পেলে জেলে হান্দাইয়াও দিতেন।
জিয়া পরে বাংলাদেশী মানবের কথা, মানবীদের কথা বিবেচনা করে গোলাম আযম গংদের এ দেশে আস্তে আস্তে প্রতিষ্ঠা করেন। তার স্ত্রীর নেতৃত্বে সেই পক্রিয়া এখনও চলছে।
** শেখ হাসিনা কি করছেন?
শেখ হাসিনা নারীর ক্ষমতায়নের জন্য চেষ্টা করেই যাচ্ছেন। করেই যাচ্ছেন। ফলও পাওয়া যাচ্ছে।
কেন? কেন? কেন?
নারীর যদি চোখ খুলে যায়, নারী যদি দক্ষ মা হয়, নারী যদি সব বুঝতে পারে তাহলে “তেতুল” পাবো কই আমরা ছেলেরা? তিন বারের প্রধান মন্ত্রী খালেদা জিয়ার কথা হাসিনা সরকারের মাথায় রাখা উচিত ছিল। বেগম জিয়া জেেএস.সি পাশ । সেই দেশে নারী শিক্ষা ফ্রি, আরও ফ্রি হচ্ছে। কি সর্বনাশ! নারীদের পঞ্চম শ্রেণীর বেশী পড়ার দরকার কি?
হাসিনার নারী নিতীর বিরুদ্ধে ৯৫% বাঙ্গালির নেতৃ খালেদা যুদ্ধ করেই যাচ্ছেন। ইসলামি গবেষক তিনি। তার গবেষনা লব্ধ জ্ঞান থেকেই “নষ্ট ও নাস্তিক” ঘোষনা করেছিলেন যুদ্ধপরাধীর বিচার পার্থিদের।
** শেখ হাসিনা কি করছেন?
শেখ হাসিনা কবি নির্মলেন্দু গুন, চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকার, নায়িকা বনশ্রীকে আর্থিক ভাবে সম্মনিত করেছেন (অণুদান নয়) তাদের প্রতি সম্মান দেখিয়ে। তাদের কষ্ট লাঘবের জন্য।
* রাণী সরকার বিখ্যাত অভিনেত্রী। ৩ /৪ দিন আগ পর্যন্ত এক ধরনের ভিক্ষা বৃত্তি করে চলতেন।
* বনশ্রীও একই অবস্থা ছিল। এক ধরনের ভিক্ষা বৃত্তি। তারপর শাহবাগের ফুল বিক্রেতা হলেন এক কালের বাংলা সিনেমার নায়িকা।
* গুনদার কথা নতুন করে বলার কিছুই নাই। যারা তাকে মোতালেব প্লাজার নিচে আড্ডা দিতে দেখেছেন তারা আসল অবস্থা জানেন। তাকেও শেখ হাসিনা আর্থিক ভাবে সম্মনিত করেছেন তার চিকিৎসার জন্য।
কেন? কেন? কেন?
টাকা কি গাছে ধরে এদের টাকা দিতে হবে? ৭১ সালে বেগম খালেদার বর্তমান সহচররাই গুনদা, রাণী সরকাদের ধরে ধরে মেরে ফেলেছে যুদ্ধ শেষ হওয়ার আগে আগে। শেখ হাসিনার যদি সত্যি সত্যি জ্ঞানী, গুনীদের প্রতি সম্মান থাকতো তাহলে কেন “ন্যান্সী’’কে সহয়োগীতা করলেন না। কেন হেলিকপ্টারে ন্যান্সীকে ঢাকা আনলেন না। রাণী সরকার বা গুনদার চেয়ে কি ন্যান্সী কম দামী। বরং বেশী দামী। তারা ওল্ড। আর ন্যান্সী আগামী দিনের ভবিষ্যত। এখণ কত মানুষের মন ভরায় গান গেয়ে। সেই ন্যান্সির জন্য প্রধান মন্ত্রীর কোন শব্দ নাই। বর্তমান প্রধান মন্ত্রী ন্যান্সীকে অন্তত লন্ডনে পাঠিয়ে একবার ন্যান্সির মনোবাসনা পূরণ করতে পারতেন। রাণী সরকার আর কি দিবে দেশকে। ন্যান্সী আরও অনেক দিবে।
ড. মোহাম্মাদ শহীদুল্লাহ বলেছেন “যে দেশে গুনীর কদর হয় না, সে দেমে গুনী জম্মায় না”। আমাদের আসলে কোন জ্ঞানীর দরকার? বোমা এক্সপার্ট, ২০১৪তে এসে ১৯৭১ এর নতুন ইতহাস রচনাকারী, মেয়েরা তেতুল, এ সরকারকে হঠাতে হলে কিছু প্রাণহানী হবে ( শেষ পর্যন্ত ৫০০ এর উপর) , দেশের স্বার্থে মেনে নিতে হবে- এমন জ্ঞানী?
সাধু নিজেই ভাবো শ্যাম রাখিবে না কুল রাখিবে।

মন্তব্য ৫ টি রেটিং +২/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:২২

বনছায়া বলেছেন:
+++++++++++++++++

২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩১

জহিরুলহকবাপি বলেছেন: সাধু নিজেই ভাবো শ্যাম রাখিবে না কুল রাখিবে

২| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৮

কলাবাগান১ বলেছেন: আমার পোস্ট টা দেখুন
http://www.somewhereinblog.net/blog/kalabagan1/29993865

৩| ২১ শে নভেম্বর, ২০১৪ সকাল ৯:৪৯

কলাবাগান১ বলেছেন: "নারীর যদি চোখ খুলে যায়, নারী যদি দক্ষ মা হয়, নারী যদি সব বুঝতে পারে তাহলে তো সর্বনাশ....................

৪| ২১ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫

খেলাঘর বলেছেন:

শেখ সাহেব যা করেছেন, তা অতি সাধারণ; সেই কারণে সিআইএ' পন্হিরা উনার স্হানে ক্যালিটেলিজমের চোর ডাকাতদের সহজে বসায়ে দিয়েছে।

আপনার লেখার স্টাইল ভালো লাগেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.