![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
শুক্রবার রাত, ২২ নভেম্বর গুলিতে পাংশার জেলার কৃষক লীগের সভাপতি, উপজেলা ভাইস চেয়ার ম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী নাদের হোসেন মৃত্য বরণ করেন। (ইন্নালিল লাহে ওয়া ইন্নালিল লাহে রাজিউন)
পিতার হাতে পুত্র খুনের চেয়ে ভয়াবহ। গত দুই বছরে কত জন মুক্তি যোদ্ধা খুন হলেন। কত জন স্বাধীনতার সপক্ষ শক্তির বাঙালি খুন হলো? রাজী, দ্বীপ আরও কত। এ লিস্ট থেকে কি বাদ দেওয়া যাবে চাদে সাঈদীর কথা শুনে বিভ্রান্ত সরল, ধার্মিক মানুষদেরকে, বাদ কি দেওয়া যাবে আগুনে পোড়া মানুষদেরকে, বাদ কি দেওয়া যাবে চট্টগ্রামে পিটিয়ে মারা আওয়ামী লীগের কর্মীদের নাম?
এক বগুড়াতেই গত ছয় বছরে স্বাধীনতার স্বপক্ষ শক্তির মাত্র ৪৬ জন খুন হয়েছেন।
সাধু চল অনন্ত জলিলের অনন্ত বিনুদুন মুলুক বাইস্কোপ ওয়াচ করি।
©somewhere in net ltd.