![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বাংলাদেশ পুলিশ নিয়া আমার/আপনার/আমাদের অনেক ধরনের অভিযোগ। সত্য অভিযোগ। তবে খুবই খুবই আশা দেখতে পাচ্ছি এ “অভিযোগ” বেশি দিন থাকবে না। দেখছেনতো প্রতিদিনই কোথাও না কোথায় পুলিশের নামে মামলা, তদন্ত, বহিস্কার, চার্জশিট ইত্যাদি শাস্তিমূলক কার্যক্রম দেখতে পারছি ( মন কানারা কিছুই দেখবে না, অন্যের দেখাকে বিভ্রান্ত করতে তারা বিভিন্ন উদ্দেশ্য প্রনদিত সন্দেহ উৎপাদনকারী কথা বলে) ।
কাল ফকিরাপুল, শহীদবাগ দেখলাম পুলিশ ছোট হলুদ রং-এর পিক আপে টহল দিচ্ছে। নিশ্চয় রিকুজিশন করা। প্রায় প্রায় দেখি। বাংলাদেশের বিভিন্ন জায়গায দেখি। বিষয়টা কি স্বস্তিকর? যারা ট্রাকে চড়েছেন তারা জানেন ট্রাকে চড়া কেমন কষ্ট দায়ক ( সিনেমা টিনেমাতে ট্রাকে চড়া রুমানটিক। আমরা দু/তিন বন্ধু মিলে চড়ছি। ) । েএই পিকাঅপ দিয়ে ঢাকার রাস্তায় একটা সি এন জিকে ধরা যাবে না।
না ধরতে পারলেও পুলিশ অপরাধীর সাথে আতাত করে ধরেনি। হৈ চৈ। টক শো।
আমাদের মত উন্নয়ণশীল দেশে কিছু সমস্যা থাকবেই। হয়ত অনেক দেশেই আছি। জোড়া তালি দিয়ে এটা সেটা অনেক কিছু চালাতে হয়।
এমন কিছু সমস্যার সমাধান আমরা একটু চাইলেই হয়ে যাবে।
সংসদ সদস্যরা বিনা শুল্কে, আমার জানা মতে ১ লাখ ডলার দামের পর্যন্ত গাড়ী আমদানী করতে পারেন। তার মানে তারা গাড়ীটি কিনছেন বাংলাদেশী টাকায় ৮৫-৮৬ লাখ টাকায়। একই গাড়ী সাধারণে কিনছে ২-২.৫ কোটিতে !
কত টাকা ট্যাক্স পাওয়া থেকে দেশ বঞ্চিত হচ্ছে ?!!!!
এম.পিদের এটা এক ধরনের ব্যাবসা ছিল বলে আইন করতে হয়েছে যে তারা তিন বছরের ভিতর গাড়ী হস্তান্তর তথা বিক্রি করতে পারবে না। বাহ।
সংসদ সদস্যদের এ লজ্জা জনক সুবিধা না দেওয়া হয় তাহলে বড় অংকের একটা ট্যাক্স আসবে। সেই টাকা দিয়েই পুলিশের জন্য পর্যাপ্ত গাড়ী কিনা যাবে । আরে এম.পি সাবরা শুনেন পুলিশের ভালো , দ্রুত গতি সম্পন্ন গাড়ী না থাকলে আপনাদের বিপদেও যেতে যেত দেরী হবে।
সাধু..................... আসুন এ বিষয়ে সোচ্চার হই।
©somewhere in net ltd.