![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অামরা সবা্ই সুবিধাবাদী বিপ্লবী, সুবিধাবাদী ধার্মিক।
লতিফ সিদ্দিকীর কয়েকটা বাক্য নিয়ে কম্পিউটারের স্ক্রীণ ভিজিয়ে ফেলছি, কি-বোর্ড ক্ষয় করে ফেলছি। টেলিভিশনের মাইক টকে টকে জনগনের অনুভূতীর মেলা। লতিফ সিদ্দিকী অবশ্যই অপরাধ করেছেন। কাউকে যেমন জোর করে ধর্ম পালন করানো যাবে না, তেমনি কারো ধর্ম পালনে, লালনে বাধা দেওয়া যাবে না।
আমার ঝামেলা লাগেছে অন্য জায়গায়।
৫ মে ২০০১৩। মতিঝিল। পল্টন। বায়তুল মুকাররম, গুলিস্তান।
সেই দিন প্রায় সাত’শ কোরাণ পুড়িয়ে দেওয়া হয়। হাজার হাজার হাদীসের বই, মুকসুদুল মুমিন, ওজিফা, পুড়ানো সহ কয়েক লক্ষ পৃষ্ঠা আরবী ও বাংলা লেখা পুড়িয়ে দেওয়া হয়।
খুনের হুমকি দেওয়া অপরাধ। কিন্তু গণ খুনকি পূণ্য/নগন্য পাপ।
সাধু ও সাধু- মুমিনদেরকে একটু মাসালাটা জানাইতে বলেন।
২| ২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:৩১
সরদার হারুন বলেছেন: আমি দোজগে যাব তা জানি তবে আল্লাহর কাছে প্রার্থনা আমাকে যেন এসব সুবিধাবাদীর সাথে না রাখা হয় ।
বা.রাসেল তার সুখ নামক বইতে (যতদুর মনে পরে) লিখেছেন যে মানুষ আর্থিক সুবিধা লাভের কাজে ধর্মকে ব্যাবহার করে।
তার কথার সত্যতা প্রতিদিন সত্য বলে প্রমানিত হচ্ছে।
+++++++++++++++++
©somewhere in net ltd.
১|
২৫ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:০৫
গাওসেল এ. রাসেল বলেছেন: দারুন কইছেন।