![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
১) ধর্মপ্রাণ/ধার্মিক/ধর্ম ভীরু/ধর্ম বিশ্বাসি হয়ে/সেজে কাউকে জোর করে ধর্ম পালন করানো, ধর্মান্তর করানোই মৌলবাদ। মানবতার পরিপন্থি । সাম্প্রদায়িকতা ।
২) ধর্মহীন/ধর্ম অবিশ্বাসি/ নাস্তিক হয়ে/সেজে কারো ধর্মকে, ধর্ম পালনকে কটাক্ষ করা, ধর্ম পালনে বাদা দেওয়া মৌলবাদ। মানবতার পরিপন্থি । সাম্প্রদায়িকতা ।
** ১ এবং ২ উভয়ে একই । পয়সার এ পিঠ ও পিঠ বা একই পিঠের অর্ধাঅর্ধি। উভয়েরই শ্রেষ্ঠত্ব প্রমানের ভূয়া অহং এর যুদ্ধ। উভয়ের কারণেই সৃষ্টি হতে পারে জঙ্গীবাদ ।
সাধু এক চোখা হয়ো না । গালি দেওয়া মানে স্বাধীনতা নহে। ছোটলোকি। ১ এবং ২ উভয়েই সমান তালে মানবতার, সৌন্দর্যের, মমতার শত্রু । উভয় হইতেই সাবধান সাধু ।
ও সাধু ভুল বললে ধরিয়ে দিয়েন......
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৩৮
নিলু বলেছেন: ভাবতে হবে