নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

বুঝে না, অভ্যাসে,ভুলে,গভীর শ্রদ্ধায়,ভালবাসায় লিখবেন “দেশের শ্রেষ্ঠ সন্তান”বুদ্ধিজিবী?!!! কেন?!!

১৩ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১০:৫৯

রেগে যেতে পারেন । প্রতিবাদ করতে পারেন । সমলোচনাও করতে পারেন কিন্তু প্লিজ গালি দিবেন না ।
কাল ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজিবী দিবস ।
আগামী কাল অনেকেই বুঝে না, অভ্যাসে,দীর্ঘ ভ্রন্তিতে, গভীর শ্রদ্ধায়, ভালবাসায় লিখবেন “দেশের শ্রেষ্ঠ সন্তান” বুদ্ধিজিবী ........ ????!!!! আমিও এক সময় লিখতাম, বলতাম । কিন্তু এখন বুঝি ভুল , হুমায়ূণ আহমেদের ভাষায় ‘বিরাট ভুল । মুক্তিযুদ্ধাদের চেয়ে এ দেশের আর কেউই শ্রেষ্ঠ হতে পারে না । কখনই না । যে কৃষক লাঙ্গল ফেলে পুরানো গাদা বন্দুক হাতে তুলে নিয়েছে, যে শ্রমিক সদ্য প্রসুত সন্তানের মূখ ইচ্ছা করে দেখেনি মায়ায় পড়ে যদি যুদ্ধে যেতে এক দিন দেরী হয়, যে কিষানী সন্তানকে বুকের দুধ খাওয়াতে খাওয়াতে বন্দুকের নলে জবাব দিয়েছে ধর্ম ব্যাবসায়ী পাকিদের, রেজাকারদের গুলির , যে ছেলে বিয়ের তিন দিনের মাথায় রনাঙ্গনের পথ খুজেছে তারপর কোন এক নাম না জানা খালের পাড়ে মরে পড়ে ছিল যুদ্ধের তাড়া হুড়ায় তার ত্যাগের চেয়ে, তাদের ত্যাগের চেয়ে আর কারো ত্যাগই বড় হতে পারে না । দেশের শ্রেষ্ঠ সন্তান সেই যে দেশের জন্য শ্রেষ্ঠ ত্যাগ করেছে, শ্রেষ্ঠ বিসর্জন দিয়েছেন । আপনার জীবনের চেয়ে প্রিয় আর কি আছে. . . ? সুশিক্ষিত সেনা, ঘরের ইন্দুর রেজাকার ।
পুরানো বন্দুক। জননীর ধারালো দা । মৃত্যু, পঙ্গু, আর্মি ক্যাম্প, জবাই, অত্যাচার, ধর্ষণ । তবুও পিছে হটে না ।
তাদের চেয়ে এ দেশের জন্য বেশী কে ত্যাগ করেছে? তাদের চেয়ে আর কে বেশী শ্রেষ্ঠ।
আজকেও অনেক সুশীল দেখি, জ্ঞানী দেখি, প্রফেসর সাব দেখি । বুদ্ধি জিবীদের নামের আগে ““শ্রেষ্ঠ সন্তান/দেশের শ্রেষ্ঠ সন্তান” ইত্যাদি লিখা এক ধরনে সুশীলতার চর্চা হচ্ছে । যাদের নামের আগে সম্মান দেখিয়ে এসব করা হচ্ছে আমার ধারণা অন্য ভুবনে তারাও খুশি হচ্ছেন না । মুক্তিযোদ্ধাদের চেয়ে আর কেউ বেশি শ্রেষ্ঠ হতে পারে না । তারা জাতির শ্রেষ্ঠ সন্তান ।
সাধু ও সাধু । আর ঘুমাইও না ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.