![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
১৫ ডিসেম্বর যারা উদ্বাস্ত ( বাঙ্গালি ও বাংলাদেশী হয়েও পাকিস্তানী) রাশির জাতক জাতিকা তাদের আজ দিন টি কেমন যাবে:
* সকালে যারা ঘুম থেকে উঠছে তাদের বেশীর ভাগেরই মন খারাপ, মেজাজ খারাপ অবস্থায় ঘুম ভেঙ্গোছে , যারা উঠবে তাদের বেলায়ও একই ।
* তাদের আজ যাবে বিভিন্ন ব্যাস্ততায় । গোপন মিটিং । হীণমন্যতা।
* ছাত্রী সংস্থা/সংঘের সদস্যদের আজ যাবে সান্তনার ব্যাস্ততায়। তাদের জেহাদী সঙ্গীরা একের পর এক এসে বুকে মাথা রেখে হু হু উহু কাদবে । কান্নার পানিতে বুক ভিজে যাবে । ছাত্রী সংস্থার সদস্যদের প্রতি বাড়তি উপদেশ । আজ ছোট ছাগু,মধ্য ছাগু,বড় ছাগুদের চোখের পানিতে পোশাক ভিজে যাওয়ায় ঠান্ডা লাগার খুব বেশী সম্ভবনা রয়েছে । তাই সান্তনা পর্বে হাতের কাছে গরম রং চা, চোখ মুছিয়ে দেওয়ার জন্য তেনা খুবই জরূরী।
* আজ ছুপা ছাগুরা আগামী কালের বিজয় দিবসকে কেন্দ্র করে অনেক বানোয়াট, বিভ্রান্ত মূলক তথ্য, রাগ মেটানোর জন্য অনেক কিছু বলবে । তাদের অনেকে আজ সকালে পাজ্ঞাবী, ব্রা, জাঙ্গিয়া ইত্যাদি ইস্ত্রী করতে যেয়ে হাতে হালকা ছ্যাকা খাবে । উপদেশ: টকশোতে যাওনের আগে কয়েক কার্টুন টিস্যু নিয়ে টিভিতে ঢুকা ভালো। কথার ছ্যাপের চোট ক্যামেরার লেন্স ভিজে গেলে মুহুর্তেই..................
* মধ্য, ছোট মানের ছুগুরা বিভিন্ন জায়গায় প্রচার করবে বাংলাদেশের # এ সব বিজয় দিবস পালন বেদাত, গুনাহ ( উহ্য পাকিস্তানের বিজয় দিবস পালনে সওয়াব ) । # শেখ মুজিব দেশ স্বাধীণ করলেও ভালো প্রধাণ মন্ত্রী না, অযোগ্য । # ভায়ে ভায়ে মারা মারি করে আলাদা হয়ে গেছে । পাকিস্তানের সাথে থাকলে আজ বাংলাদেশ কত উন্নত থাকতো! কিন্তু বলবে না যে পাকিস্তান এখন পৃথিবীর সমস্যা । জঙ্গীদের কাছে যে কোন সময় আনবিক বোমা চলে যেতে পারে ।
* অনেকে শার্টের হাতা, লুঙ্গির কোনা ভিজিয়ে ফেলবে চোখ মুছতে মুছতে । তাই সবার উচিত রাত বারোটা বাজার আগে অর্থ্যাৎ ১৬ ডিসেম্বর শুরু হওয়ার আগে বাথরুমে ঢুকে বসা থাকা ।
* অনেকে রাগে দু:খে ক্ষোভে উগ্র জেহাদি, আই.এস হয়ে বাংলাদেশ দখল করে ফেলবে । শেখ হাসিনাকে মেরে ফেলবে ।
* আজ তারা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কাল সকালে বিজয় উৎসব করার জন্য । এ বিষয়ে তাদের জন্য উপদেশ : কাঠাল পাতা যত বেশি খেয়ে নেওয়া উচিত । তারা কেন বিজয় উৎসব পালন করে , এ প্রশ্নের জবাবে অনেক ম্যা ম্যা ম্যা এ এ এ ম্যাএএএএএএ করতে হবে।িএনার্জি লাগবে।
* আজ বিহারী পল্লীতে বাংলাদেশের পতাকার উপর পেশাব করে আগামী কাল টাঙ্গানোর জন্য অনেক বিহারী দড়ি খুজতে ব্্যাস্ত হবে ।
* লন্ডন থেকে নতুন কোন বাণী ইতিহাসের জন্য কান খাড়া করিয়ে রাখতে রাখতে অনেকের কান ব্যাথা হয়ে যাবে ।
* অনেক ছাগু, বিঙ্গুর ঘেটির রগে টান পড়বে আম্রিকার বাণী, শনির আশায় তাদের জন্য পরাধীণ বাংলা থুক্কু পূর্ব পাকিস্তানের আকাশের দিকে তাকাতে তাকাতে ।
* বিদেশী ছাগুদের সাথে দেশী ছাগুদের আজ মোলাকাত বেশী হবে ।
* বিদেশী ছাগুরা বাংলাদেশ বিরোধীদের সাথে (দেশী ছাগু) সাথে কথা বার্তা এবং মদ খেতে খেতে বাংলাদেশে বিজয় দিবস উপলক্ষে বাণী এডিট করবে।
©somewhere in net ltd.