![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ছাত্রলীগকে গণধোলাই দেওয়া হবে - এ বাণী দিয়েছেন সমাবেশ ধোলাই খাওয়া ছাত্রদলের সভাপতি । প্রতিটি সমাবেশে সামনে বসা নিয়া ছাত্রদল তাদের ভক্তি মূলক সহোদর শিবিরে হাতে মাইর খেয়ে রাতে টাইগার বাম, স্যাক দেওয়ার জন্য হারিকেনের তৈল, মান্ডার বিখ্যাত হাড় ভাঙ্গার তেল নিয়া বাড়ী ফিরে সমাবেশের পিছনে বসে, সমাবেশ শেষ করে ঈদের পরের আন্ডা লানের স্বপ্ন বুকে এবং শরীর ভর্তি ব্যাথা নিয়া ।
সেই সমাবেশ ধোলাই খাওয়া ছাত্র দল কি করে ছাত্র লাগকে গণ ধোলাই দিবে আমার জ্ঞানে আসছে না । তারা এ বাণী কোন সমাবেশেও দেয় নাই, দিয়েছে ২১ ইষ্ঞি এল ই ডি, এল সি ডি , ফ্ল্যাট টিভির বাক্সে। অথচ এমন বাণী আসা উচিত ছিল সমাবেশ থেকে । যারা একটা সমাবেশ করার সাহস রাখে না, ত্যাগ রাখে না তারা কি করে ছাত্র লীগকে ধোলাই দিবে আমার কোন হিসাবেই আসছে না ।
.
.
ঋষি ও মানুষ ঋষি আমারে একটু জ্ঞান দিবা না?
©somewhere in net ltd.