নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আগাম ঘোষনা দিয়ে প্রস্তুত থাকা, কেউই সামলাতে না পারা ছাত্র লীগকে বিএনপি কেমনে কি করিবে!

২৫ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৪

ছাত্রলীগ সব সময়ই আলোচনার বিষয় বস্তু। পজেটিভ নেগেটিভ উভয়ই । কিছু কিছু জায়গায় তাদের কর্মকান্ড সাধারণ জনগনকেও ক্ষুদ্ধ করেছে । চারপাশ থেকেই এক সময় শোর উঠেছিল “ছাত্র লীগকে সামলানোর” । বর্তমান প্রধানমন্ত্রী ছাত্রলীগের সম্মানসূচক পদ থেকেও অবসর নিয়েছেন । গণ জাগরণ কালীন সময়ে ছাত্রলীগের অসাধারণ কর্মকান্ড আমরা কিন্তু কেউই উদা্হরণ হিসাবেও বলিনা । যাই হোক বিএনপি থেকেও বলা হয়েছিল বারবার ছাত্রলীগকে সামলানোর জন্য ( প্রমানিত- ছাত্র লীগ আসলে বুদ্ধি কমের দল । কই শিবিরের পরিকল্পিত নৃশংসতা আর কই ছাত্রলীগের দলছুটদের আকাম) । ছাত্র লীগকে কেউই কখনও সামলাতে পারেনি তাদের জম্মের পর থেকেই ।
সেই ভয়ংকর ছাত্র লীগ বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বঙ্গবন্ধুকে নিয়ে গালাগালি সহ্য করতে না পেরে হুমকি দিয়েছে ২৭ তারিখ গাজীপুর বিএনপিকে মিটিং করতে দিবে না । বাংলাদেশের কোথাও দিবে না, ক্ষমা না চাওয়া পর্যন্ত । ছাত্রদলের উস্কানির জবাবে ছাত্রলীগ নেড়ি কুত্তার মতন পেটানোর হুমকি দিয়েছে ।
কি ভয়ংকর !!!
আমি ভাবছি বোরকা পরে পালিয়ে যাওয়া, জঙ্গীদের মত ভিডিও পাঠিয়ে আন্দোলন করা, আন্দোলন করার জন্য “ঈদ” খুজে না পাওয়া বিএনপি, সমাবশে ধোলাইখোর ( প্রতি সমাবেশে সামনে বসা নিয়ে ছাগুদের ধোলাই খেয়ে পিছে যেয়ে বসে ছাত্রদল) ছাত্রদল, ভয়ংকর ছাত্রলীগকে কি করে সামলাবে?!!!!
গতকাল পকেট ভর্তি পেট্রোল বোমা, গান পাউডার নিয়ে যেয়েও ছাত্রলীগের ধোলাইয়ের হাত থেকে বাচতে পারে নাই । তাহলে আগাম ঘোষনা দিয়ে প্রস্তুত থাকা, কেউই সামলাতে না পারা ছাত্র লীগকে বিএনপি কেমনে কি করিবে? কি করি সামলাইবে?!!
মুন্সী জানা থাকলে আওয়াজ দেও।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.