![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ভাবছিলাম সাড়ে তিন বছর বয়সী পাইপের ভিতর হারিয়ে যাওয়া জাহিদের কথা । এর ভিতর শুরু হয়ে গেছে নোংরা রাজনৈতিক খেলা ।
জাহিদ কি আর এসে কখনও বলতে পারবে ৬০০ ফিট কুপের অন্ধকার কতটা গাড় ছিল, কতটা শীত লেগেছে তার যখন উপরে চলছিল জাতির বিবেক সাংবিদকদের টিভির রিমোট্র দখলের লড়াই আর সাধারণ কোটি কোটি বাঙ্গালীর উৎকন্ঠিত মন?
কাল ফায়ার সার্ভিসের কেউ নামলো না কেন?!!!!! এটা কি তাদের চাকরীর শর্তাবলীর ভিতর পড়ে না?! মৃত্যু জেনেও সশস্ত্র বাহিনী যুদ্ধ করে। পাশের সৈনিককে নড়তে দেখেও রণাঙ্গন ছাড়ে না । এটা তাদের চাকরীর দায়িত্বের ভিতর পড়ে । ফায়ার সার্ভিস কাল.....!!!
ওয়াসাকে নিয়ে ঘটনার শেষ নেই । চুরি বিদ্যায় তারা এক হাতও পেছায়নি কখনও। ওয়াসার ইন্জিনিয়ারকে বরখাস্ত করা হয়েছে ।
একটা শিশু খুনের শাস্তি মাত্র বরখাস্ত?!!!!!!!!!!!!!!!!! সাথে হয়ত ৫০ হাজার টাকা দানের অনুষ্ঠান ১ লাখ ৫০ হাজার খরচ করে প্রচার!
যত দূর জানি জাহিদকে পাওয়ার সব চেষ্টা বিফল হয়েছে । এখন শেষ চেষ্টা হিসাবে ঐ ইন্জিনিয়ারকে কোমরে দড়ি বেধে ঐ পাইপে নামিয়ে দেওয়া হোক । সাথে টর্চ হাতে ওয়াসা প্রধানকেও পাঠানো হোক। এই কাজের ফাকে ফায়ার সার্ভিসের চাকরী শর্তাবলী চেক করা হোক ।
©somewhere in net ltd.