নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আমরা বাসের ষ্টাপ । গুন্ডামি পান্ডামি কি করলাম? বেশ অবাক কন্ঠ । বাসেতো আমরার চেয়ে যাত্রী বেশী পুড়ে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

বাস খুবই কম । রাত সাড়ে নয়টা, সাইন্স ল্যাব । ২/১ টা যা আসছে তাতে চড়বো কি? দেখেই আতংকিত । জানালায়ও পারলে মানুষ ঝুলে । বেশ কিছুক্ষন দাড়িয়ে থাকার পর বাস এলো । ভীড় আছে তাবে খুবই কম । বাস স্পীড একটু কমালেই মানুষ জন হুস হুস করে উঠছে । পেট্রোল বোমার ভয়ে ।
শাহবাগের কাছাকাছি আসতেই দেখলাম হেল্পার সহ মোট চার জন সামনের সিটের নিচ থেকে মোটা গাছের ডাল বের করছে । মেহগনি মনে হলো । যাত্রীরা কেউ কোন প্রশ্ন করলো না । শাহবাগে বেশ কিছু যাত্রী নেমে যাওয়াতে সিট পেলাম। চার লাঠি ধারী এ দিক সে দিক উকি ঝুকি মারছে । একজন এসে ড্রাইভারের ঠিক পিছের জানালার উপর বসলো ।
সবারই অবাক দৃষ্টি । কেউ কিছু জিজ্ঞেস করছে না । যান্ত্রিক এবং কিছুটা এলোমেলো রিক্সার কারণে বাসের গতি কম ।
আইজ পাইলেই খা.পোগুলারে ছেচা দিমু।
খা.পোগুলাতো কাছে আসে না ।
ঐ এত কথা না কইয়া খেয়াল রাখ । সামনে কু জায়গা ।
.
তোরা কি করস?! বয়স্ক এক যাত্রীর অবাক জিজ্ঞাস্য ।
লাঠি লইয়া আসছি । আজ বোমা মারতে আসলেই বাটাস ।
একজন লাঠি উচিয়ে জানালো আইলে ধইরা লাঠি পিছে দিয়া হান্দাইয়া দিবে ।
.
বাস মালিকরা কি এখণ গুন্ডা পান্ডা পালা শুরু করছে নাকি? বক্র কন্ঠে সুবেশ টাই কোট।
আমরা বাসের ষ্টাপ । গুন্ডামি পান্ডামি কি করলাম? বেশ অবাক কন্ঠ । বাসেতো আমরার চেয়ে যাত্রী বেশী পুড়ে । আমরাতো দরজা দিয়া লাফ দিতে পারমু, চলন্ত বাস থেকেও । আপনে পারবেন ?
বাসে তোরা চাইর জন কেন? এত ডর থাকলে বাস বাইর করলি কেন? সেই সুবেশ...
ড্রাইভারের পিছের জানালার লাঠিয়াল আক্ষরিক অরথেই তার সকল ইন্দ্রিয় বাইরে দিয়ে রেখেছিল। সে- বাস না বাইর করলে আপনে বাড়ী যাইতেন কেমন?
মমমমমমমমম । তোরা মনে হয় কত্ত ভাবস মাইনষের কথা । লাঠি নিয়া গুন্ডামী ।
একজন খুবই ক্ষুব্ধ । আমি অবাক ।
আমগো ঠেকা পড়ছে আপনাগো কতা ভাবতে । এখন রাস্তায় বাস না পাইলেই বাসালাগো গাইল দিতেন । আবার কইতেছেন বাস বাইর না করতে ।
আমরা দুইজন অন্য বাসের ইসটাপ। সন্ধ্যায় আমাদের বাস বন্ধ করে দিছি । এটাও বন্ধ করতো । ওস্তাদের জরুরী টাকার দরকার , তাই সাবের হাতে পায়ে ধরে বাস রাখছে ।
এ খাে.পো.গুলারে ধইরা ছেসা দিয়া দিলে আর এমন করবো না । গরীবের পেটে লাথি । চ্যাংরা লাঠিয়াল মনে হয় বাংলা সিনেমার প্রতিবাদী নায়কের ভক্ত খুব ।চার লাঠিয়ালের পাহারায় একজন ভদ্রলোকের উল্টা পাল্টা তাচ্ছিল্যে আমি আমার গন্তব্যে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.