নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

কোন কোন ঘটনা শুনলে বুক হুহ করে উঠবে, কান্নায়ও ভেঙ্গে পড়তে পারেন কেউ কেউ

০১ লা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

বচ্ছরের প্রথম দিন কত কি ঘটে গেল । আপনার সবাই ব্যাস্ত নিজেদের শুভেচ্ছার বিনিময়ে। অথচ কোন কোন ঘটনা শুনলে বুক হুহ করে উঠবে, কান্নায়ও ভেঙ্গে পড়তে পারেন কেউ কেউ!
তবুও বলতেই হলো-
* ড. কামাল হোসেন । আজকের দিনে টাকার অভাবে তিনি কাউরে কার্ড পাঠাতে পারেন নাই । এমন কি তার নুতন জোটের কাউরেও না । তার বৈধ জামাত বার্গমেনকে আদালত ৫,০০০ টেকা জরিমানা করাতে কামাল সাব সেই টেকা পরিশুধ করেন । তাই টেকার অভাফে......
* সাঈদী আইজ ভাবছিল ঠিক মতন ফুল গাছ গুলাতে পানি দিতে পারবো । বচ্চরের ফার্স্ট দিন । কিন্তু নো “রহম” । মৌমাছি আইজ আরও বেশি কম্বাইড এটাক চালাইছে । জায়গা মতন কামড় বসাইছে । মেশিন চালানো দুরে থাক.. মৌমাছির কামড়.. শীতের রাইত
* আলাল সাহেবকে কাশিমপুর কারাগারে নেওয়া হলে সাকা চৌধূরীকে দেখেই আলাল সাহেব জ্ঞান হারানোর অবস্থায় চলে যান । হাস্যজ্জল মূখে সাকা চৌ আলালকে জামিনের জন্য সহযোগীতার আমন্ত্রণ জানালে আলাল দাত কপাটি দিয়া পড়ে ব্যাথা পান । পরবর্তীতে জেল কতৃপক্ষ জ্ঞান ফিরলে আলালকে জানান তার বেড সাকা চৌর লগে। এ কথা শুনেই আলাল সাহেব আত্নহত্যার হুমকি দেন । অনুনয় করেন সাকার সাথে থাকার বদলে উতি টিএফআই না কিসব ইন্টারগেশন সেল আছে ঐ খানে থাকবেন।
* শাহজাজান খান মন্ত্রী সাব আইজ সারাদিন উহু হু হু করে কাদছেন । তিনি ভেবেছিলেন পরিবেশ বিজ্ঞানে একখানা নোফেল পাইবেন । কিন্ত ফার্ণেস ওয়েল এবুঙ সুন্দর বন, পাখ পাখালিও ষড়যন্ত্র শিখে গেছে। তারা নিজেরা মরে যাচ্চে মন্ত্রি মিন্ স্টার সাবরে বিপুদে ফেলার জন্যি
* তারেক জিয়া লন্ঠনের শৈত্য চলার ভিতরও অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় খাড়াইয়া ছিল । আহারে সোনা আহারে মনা । ইংরাজী বর্ষ পালুনে বা ইংরাজী সন পালনে তার বৈধ পিতা জিয়া সাবের কোন ভুমিকা্ এখন পর্যন্ত খুজিয়া লইতে পারে না । তার মাথা ও শরীল হিট হয়ে গেছে । তাই এ ইতিহাসি বিদ আইজ ঠান্ডা হওয়ার জণ্যে আন্ডার গার্মেন্ট পড়ে খাড়াইয়া আছে । তার ওয়াইফ জোবাইদা ম্যাডাম অনেক অনুনয় বিনয় কান্না কাটি করেও সোয়ামীর ঘরে নিতে পারছে না । পাগলা ভুলে গেছে তার মাজা বেদনা।
* এ বচ্চর হবে “রায়” কার্যকরের বচ্ছর। ফেবুতে অহর অহর এ স্ট্যাটাস দেখিয়া চেতনা মঞ্চে ( শ্রদ্ধেও ব্লগার ৥ Animesh Rahman এর ভাষায় ধইনচা বন) কান্নার রোল পড়ে গিয়েছে । এ কু কতা যদি সত্য হয় তাহলে “আতাত” প্রোডাক্ট জনগন কিনিবে না। এনজিওরাও টেকা উকা দিফে না । নেতা হওয়া হইফে না । এ ভাবনায় চলছেই । কেএএ কাঅাআআকে আশা দিবে... কেএএ কাঅাআআকে ভরসা দিবে..... পানজাফী কেটে কেটে রুমাল , গামছা বানানো হয়েছে । এর ভিতর পানি সেচার জন্য কয়েকটা গামলা কিনে অতি মূল্যফান টেকা খরচ হইয়াচে । শেষ খবর পাওয়া পর্যন্ত সাঈদীর ওয়াজ চালিয়ে, কলিকাত্তার মমতার পাঠানো আগর বাত্তি জ্বালিয়ে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে- যেন সরকার বড় কোন ভুল করে। মিলাদ পড়াবেন জামাতের নায়েবে আমীর। রাস্তা জ্যাম বা কুয়াশা না থাকিলে তিনিও আসতে পারেন । তবে টিপ খুজে পাইলে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩

আলাপচারী বলেছেন: ++ ?? !!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.