![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
**বিশেষ** দৃষ্টি আকর্ষণ! দৃষ্টি আকর্ষণ!! দৃষ্টি আকর্ষণ!!!
বি. এন. পি ( বাংলায় - বাংলাদেশ জামাতীজাতীয়তাবাদী দল ) হাসপাতেল । এখন পর্যন্ত আই.সি. ইউ. তে।
বাচানোর জন্য বড় বড় ক্ষমতাশালী দায়িত্ব প্রাপ্ত/দায়িত্ববান কোন স্বজনকে চেষ্টা করতে দেখা যাচ্ছে না ।
ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিক লীগ, সহ সাধারণ জনগন (খালি ভোট টোট দেয়। রিক্স্রাওয়ালা, স্কুল মাস্টার, সাধারণ ব্যাবসায়ী, পাড়ার শাকিব খান, এলকার নায়িকা বুলবুলির প্রেমিকেরা এ টাইপ ছাপোষারা আরকি। সূধী জনের ভাষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ) নামধারী সন্ত্রাসীরা বোরকা, নেকাব পড়ে বোমা ছুড়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের দাপটের সাথে ১০০% দেশীয় শক্ত গাছ গাছালীর পাতাহীন ডাল দিয়ে পিটাচ্ছে ।
জনগনকে সাথে নিয়া ছাত্রলীগকে পিটানোর বানী প্রদানকারী ছাত্র/ছাগুদলের প্রধান বা তাদের সহকর্মীরা বিশেষ কোন ভাইরাসের কারণে প্রদেয় বাণীর ভুলে গেছে। তাদের কোথাও খুজে পাওয়া যাচ্ছে না । অসমর্থিত একটি খবরে জানা গেছে ছাত্র দলের কয়েক জন নেতার পুত্রদের আজ বিবাহের কথা/পাত্রী দেখা/আংটি বদল সহ কয়েকটা সামাজিক বন্ধন সমৃদ্ধকরণ মূলক কাজে ব্যাস্ত থাকবে । জণগনকেও তাদের ঘোষনার সাথে যোগ দেওয়ার হন্য খুব আগ্রহী হওয়ার কোন খবর একণ পর্যন্ত পাওয়া যায় নাই ।
[ গ্রেপতার, লাঠি, গুলি------
১৯৫২ ---- হয়কি বাংলা মাটি শূন্য
১৯৬৯---- মুক্তি, সম্মান, আর কত দূর
১৯৭১--- বাংলাদেশ কত দূর
এরশাদের বিরুদ্ধে গণ অভ্যূথান, লগি বৈঠা, তত্বাবধায়ক ]
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭
নীল আকাশ ২০১৪ বলেছেন: সাধারণ মানুষ যখন চোখা লাঠি আর মুলি বাঁশ নিয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগ আর আবাল আলীগের পাছা খুঁজে বেড়াবে, তখন পুলিশ লীগও কোথাও খুঁজে পাওয়া যাবেনা দেখে রাখ!