নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

**বিশেষ** দৃষ্টি আকর্ষণ! দৃষ্টি আকর্ষণ!! দৃষ্টি আকর্ষণ!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭

**বিশেষ** দৃষ্টি আকর্ষণ! দৃষ্টি আকর্ষণ!! দৃষ্টি আকর্ষণ!!!
বি. এন. পি ( বাংলায় - বাংলাদেশ জামাতীজাতীয়তাবাদী দল ) হাসপাতেল । এখন পর্যন্ত আই.সি. ইউ. তে।
বাচানোর জন্য বড় বড় ক্ষমতাশালী দায়িত্ব প্রাপ্ত/দায়িত্ববান কোন স্বজনকে চেষ্টা করতে দেখা যাচ্ছে না ।
ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় ছাত্রলীগ,যুবলীগ,শ্রমিক লীগ, সহ সাধারণ জনগন (খালি ভোট টোট দেয়। রিক্স্রাওয়ালা, স্কুল মাস্টার, সাধারণ ব্যাবসায়ী, পাড়ার শাকিব খান, এলকার নায়িকা বুলবুলির প্রেমিকেরা এ টাইপ ছাপোষারা আরকি। সূধী জনের ভাষায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ) নামধারী সন্ত্রাসীরা বোরকা, নেকাব পড়ে বোমা ছুড়ে গণতান্ত্রিক আন্দোলনকারীদের দাপটের সাথে ১০০% দেশীয় শক্ত গাছ গাছালীর পাতাহীন ডাল দিয়ে পিটাচ্ছে ।
জনগনকে সাথে নিয়া ছাত্রলীগকে পিটানোর বানী প্রদানকারী ছাত্র/ছাগুদলের প্রধান বা তাদের সহকর্মীরা বিশেষ কোন ভাইরাসের কারণে প্রদেয় বাণীর ভুলে গেছে। তাদের কোথাও খুজে পাওয়া যাচ্ছে না । অসমর্থিত একটি খবরে জানা গেছে ছাত্র দলের কয়েক জন নেতার পুত্রদের আজ বিবাহের কথা/পাত্রী দেখা/আংটি বদল সহ কয়েকটা সামাজিক বন্ধন সমৃদ্ধকরণ মূলক কাজে ব্যাস্ত থাকবে । জণগনকেও তাদের ঘোষনার সাথে যোগ দেওয়ার হন্য খুব আগ্রহী হওয়ার কোন খবর একণ পর্যন্ত পাওয়া যায় নাই ।

[ গ্রেপতার, লাঠি, গুলি------
১৯৫২ ---- হয়কি বাংলা মাটি শূন্য
১৯৬৯---- মুক্তি, সম্মান, আর কত দূর
১৯৭১--- বাংলাদেশ কত দূর
এরশাদের বিরুদ্ধে গণ অভ্যূথান, লগি বৈঠা, তত্বাবধায়ক ]

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৩৭

নীল আকাশ ২০১৪ বলেছেন: সাধারণ মানুষ যখন চোখা লাঠি আর মুলি বাঁশ নিয়ে শ্রমিক লীগ, ছাত্রলীগ আর আবাল আলীগের পাছা খুঁজে বেড়াবে, তখন পুলিশ লীগও কোথাও খুঁজে পাওয়া যাবেনা দেখে রাখ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.