নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আপডেট: **বিশেষ** দৃষ্টি আকর্ষণ! দৃষ্টি আকর্ষণ!! দৃষ্টি আকর্ষণ!!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১৯


বি. এন. পি ( বাংলায় - বাংলাদেশ জামাতীজাতীয়তাবাদী দল ) হাসপাতেলের আ. সি. ইউতে এ খবর দিয়েছিলাম । এখন লাইফ সার্পেোটে নেওয়া হয়েছে আই সি উর জেনারেল বেড পরিবর্তিন করে।
বাচানোর জন্য বড় বড় ক্ষমতাশালী দায়িত্ব প্রাপ্ত/দায়িত্ববান কোন স্বজনকে চেষ্টা করতে দেখা যাচ্ছে না ।
----- এ মাত্র আমরা দেখতে পেলাম চেয়ার পার্সনের গাড়ীর চালক গাড়ী থেকে নেমে গেলেন। তবুও আমরা অপেক্ষায় আছি যে কোন সময় সেই “ক্ষণ”টির, তিনি নেমে আসবেন । সাংবাদিকদের কারো কারো শরীরও বেকে যাচ্ছে আবেগে এ খবর দিতে যেয়ে । কম বেশী সবারই গলা কেপে কেপে যাচ্ছে । কোন মহান ক্ষনের অপেক্ষায়................................... ।
গলা কাপানোর জন্য তারা এখনও খবর পান নাই যে ম্যাডামের সাথে এ বার কেউ নামতে রাজী হচ্ছে না । গতবারের কাজের বুয়ার পেট খারাপ। [ মে বি বর্তমান সরকার জোলাপ খাইয়ে দিছে কোন ভাবে]
বিশেষ দ্রষ্টব্য:
কালো কোট, টাই পরে আন্দোলন, বিপ্লব
গাড়ীতে চড়ে গান ম্যানের পাহারায় যুদ্ধ, আন্দোলন, বিপ্লব
হয় না।
বড়জোর বেয়াই বাড়ী যাওয়া যায়।
বিশেষ খবর: উকিল দলে এক জন কামড়ে পুলিশ সদস্যের খুলির মাংস তুলে নিয়ে গেছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩

নীল আতঙ্ক বলেছেন: দারুণ বলেছেন তো ভাইয়া :)
ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.