![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
শোক সংবাদ ( কিছুটা পুরানো)
বি . এন. পি ওরফে বাংলাদেশ ন্যাশানালিস্ট পাটি বিবর্তিত বাংলাদেশ জামাতিবাদী দল ক্লিনিকালি ডেড ........ । তাদের নতুন নাম বেইল নাই পার্টি ।
বিজ্ঞানীদের সূত্রে জানা যায় অস্ত্রের মূখে ক্ষমতায় আসা এবং চিহ্নিত রাজাকরদের নিয়ে গঠিত বি. এন. পি “ভবিষ্যৎ/ পর” ভাইরাসে আক্রান্ত হয় । বেশ কয়েক বছর ধরে তাদের ঈদের “পর” কঠোর আন্দোলনের পয়গাম দিয়ে আসলেও তারা ঈদ খুজে পায়নি । তাই “ভবিষ্যৎ/পর” আসেনি । পর না আসার কারণ “ ভবিষ্যৎ/ পর” ।
( আমার লাস্ট ২ পোষ্টে বি এন পির আই. সি. ইউতে ভর্তি এবং পরবর্তীতে লাইফ সার্পোটের বিষয়ক ছিল ) ।
নিশ্চিত সূত্রে জানা যায় বি. এন . পি নেত্রি আছরের ওয়াক্তে চড়া সাজে, চোখে স্নান গ্লাস ( হাইন্জা বেলা রোদ চশমা কেন আমি বুঝি নাই) দিয়ে পাপিয়া, মনি, শিমুল বিশ্বাস সহ বিশেষ স্যুটেড বুটেড কয়েক জনকে সাথে নিয়ে “কঠোর অন্দোলন” বিলাতে নামেন । বাইরে থেকে পুলিশ তালা দিয়ে রাখে । খালেদা জিয়া তার ভাগের কঠোর আন্দোলন নিয়ে গাড়ীর ( সাদা নিশান পেট্রোল, সান রুফ) এসি ছেড়ে বসে ছিলেন । বেগম জিয়াকে আরামে এসিতে বসে থাকতে দেখে হিংসায় পাপিয়া লোহার গেটের উপর বুক চেতিয়ে ঝাফিয়ে পড়ে গেট ভাঙ্গার জন্য। পাপিয়াকে আগে ঝাপ দিতে দেখে মনির মাথায় ঠঠাডা পড়লেও নিলুফার মনি মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ততোধিক জোরে ঝাপিয়ে পড়ে ।
এক পর্যায়ে পুলিশ আসে কিন্তু ৫২/৬৯/৭১/৯১/০৮ এর মত গুলি চালায় নাই । তারা গুলিরে বদলে পিপার স্প্রে ছুড়লে তাদের আন্দোলন বিলির আগ্রহে ভাটা পড়ে । তখন বিএনপি নেত্রি গাড়ীর এসি থেকে নেমে এলে পাপিয়ার ঝাল কমে আসে ।
নীল আকাশ, কুয়াশা ছন্ন বিকেল, কখনও বা হুলদ কনে দেখা আলোয় বিএনপি নেত্রি এটা সেটা বলতে বলতে বিএনপির ক্লিনিকালি মৃত্যু নিশ্চিত করে ।
এ সময় “বিএনপি”কে পাপিয়া, মনি, শিমুল সাহেব সহ অন্যান্যরা কালো পতাকা নেড়ে বিদায় জানায় । বিএনপির প্রধানের হাতেও তখন কালো পতাকা ছিল । এ বিদায় বেলায় বৃহৎ দলটির জিগরি দোস, কইলাজর টুকরা, জামাত শিবির বা বিষ দলের কোন শরিককে দেখা যায়নি । জনৈক টিভি দর্শক কালো পতাকাগুলোর প্রশংসা করেন । সবগুলোর সাইজ এক।
খুন জখম হত্যা ষড়যন্ত্র গুলির বাদ্য বাজিয়ে জম্ম নেওয়া বিএনপির খবই সাদামাটা মৃত্যু দেখে সবাই হতাশ ।
০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪
জহিরুলহকবাপি বলেছেন: কে কারে মারছে?
২| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫
তেীহিদুল ইসলাম শওকত বলেছেন: উহারাই ঘুমের মধ্য স্বপ্ন দেখে যাহার রাজনৈতিক দল হিসাবে ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষেপ হওয়ার পথে থাকা আওয়ামীলীগ থেকে কিছু কাঁটা ঝুটা পায়।
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১০
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ........... সারাদিন মাইর খাইয়া কি মাথা আউলায় গেল নাকি?