![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
বেগম জিয়া একুশে টিভির মালিক ও চ্যায়ার ম্যান জনাব আব্দুস সালামকে গ্রেপতার ও একুশে টিভির সম্প্রচার বন্ধ নিয়ে গভীর শংকা প্রকাশ করেছিলেন । এখানে বেগম জিয়া একটু তথ্য বিকৃতি ( ইচ্ছা/অনিচ্ছা) / বিভ্রাটে আছে । একুশে টিভির সম্প্রচার বন্ধ হয়নি, একুশে সূত্রেই জানা যায় যান্ত্রিক কারণে সম্প্রচার বন্ধ । অন্য একটু সূত্রে প্রকাশ কেবল অপরেটরদের নিজস্ব বিরোধের কারণে কিছু কিছু জায়গায় একুশের সম্প্রচার বন্ধ ছিল। সরকারের কোন হাত নাই ।
বেগম জিয়ার প্রতিবাদকে হয়ত সাধুবাদ বা ওনার সুপথে আসার চিহ্ন হিসাবে দেখা যেত যদি না “কিন্তু” থাকত একটা ।
বিিএনপি একদা প্রভাতে, গভীর অনুরাগে একুশে টিভিকে বন্ধ করে দিয়েছিল । মুক্তিযুদ্ধে রণাঙ্গনের বন্ধু “ সায়মং ড্রিং”কে ২৪ ঘন্টার নোটিশে বাংলাদেশ ছাড়া করে । হায় নিলর্জ্জতা!
যে দেশের জম্মের জন্য এক জন ভীন দেশী হয়ে তিনি জীবনের ঝুকি নিয়েছিলেন সেই দেশ থেকে তাকে অপরাধীর মত চলে যেতে হয় ।
বুঝি না.............!
২| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:২১
মোঃ মাহমুদুর রহমান বলেছেন: হমম ভাই আমরা আম জনতাতো ভুদাই। আর আপনার সরকারের সবাই চালাক। তাই তারা যা বলবে তাই আমাদের আম জনতাদের মেনে নিতে হবে। তাইতো পুলিশ কয় খালেদার নিরাপত্তার জন্য তাকে আটকায় রাখা হয়েছে, আমরা তাই মেনে নেই। একুশে সূত্রেই জানা যায় যান্ত্রিক কারণে সম্প্রচার বন্ধ আমরা তাই মেনে নেই। বালের লোক ছাড়া আর সবাই তো আবাল তাই বাল যা বলে তাই মেনে নেই।
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪৫
হরিপদ কেরাণী বলেছেন: শক্তির নিত্যতার সূত্রটি খেয়াল করুন। বাংলাদেশের রাজনীতিতে এটা খুবই কার্যকরী।
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:০২
নিজাম বলেছেন: যেমন কর্ম তেমন ফল।