নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

কিন্তু বিএনপির কারো কাছেই কোন কিছু তুচ্ছ মনে হয়নি ।

০৭ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:২৯

বিএনপি’র মত একটি দলের আজকের অবস্থা খুব অস্বাভাবিক কিছু নয় । বি. এন. পি একের পর এক কর্মসূচী দিয়ে কমেডির দল বানিয়েছে নিজেদের । স্বাভাবিক ।
ত্যাগী নেতা না থাকলে কে ঝুকি নিবে?
বি. এন. পি বা জাতীয় পার্টি কে কি আসলে কোন রাজনৈতিক দল বলা যাবে ? উভয় দলের মধ্যেই চমৎকার মিল রয়েছে সৃষ্টিতে, স্রষ্টাতে, সৈনিকে ।
বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস থেকে এখন পর্যন্ত কিছু সেনা অফিসার, সুযোগ সন্ধানী পেশাজিবী, রাজনিতী বিক্রেতা, হঠাৎ ধনী, হঠাৎ শিক্ষিতদের মিলন মেলা । দলটি শুরু হয় উল্লেখিত ব্যাক্তিদের নিয়ে । এর সাথে আছে চেনা, পৃথিবীখ্যাত রেজাকাররা। যা এখনও চলমান । এই ভিন্ন ভিন্ন ধরনের, রং এর মানুষদের প্রতিষ্ঠা পাওয়ার, ধনী হওয়ার একটা ক্লাব/ প্লাটফর্ম বা দোকান হচ্ছে বিিএনপি, জাপা। এগুলোকে আদৌ কতটুকু রাজনৈতিক দল বলা যায় । প্লাটফর্ম বলেই কোন ডেডিকেশন নেই । আন্দোলনের দিন মহা সচিব থাকেন পেশা জিবী সম্মেলনে, নেত্রী সাজুগুতে সময় শেষ । অন্যান্য বড় কোন নেতার কোন হদীষ নাই । পুরা পৃথিবীব্যাপীই যে কোন ধরনের বিপ্লব, বিক্ষোভের খল নায়ক সব সময় পুলিশ। কখনও কখনও বা সামরিক আধা সামরিক বাহিনীও।
বিিএনপির নেতারা সহজ কারণে পুলিশের সামনে যায় না । আদর্শ থাকলে, আদর্শ বাস্তবায়নের লক্ষ্য থাকলে, দর্শন থাকলে, দর্শণ বাস্তবায়নের লক্ষ থাকলে, বোধ থাকলে ডেডিকেশন থাকে । সকল ধরনের পুলিশি বাধা তুচ্ছ মনে হয়, লক্ষ্য থাকলে । কিন্তু বিএনপির কারো কাছেই কোন কিছু তুচ্ছ মনে হয়নি । তাদের রাজপথ দেখা যায় টিভি পর্দায় আর আন্দোলন চলাফেরা করে পেট্রোল বোমে। যাই হোক ব্যাবসা বাচাতে তারা কেন গ্রেফতার হবে, লাঠির বাড়ী খাবে ? ব্যাবসার বড় লাভতো আর তারা পায় না?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.