![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
পল্টন থেকে হেটে হেটে টি. এস. সি যাচ্ছিলাম । পথ ভর্তি রং এর মেলা । মিছিল, শ্লোগান, রং । মাঝে মাঝে হাটতে সমস্যা হচ্ছিল । মানুষের ঝটলা । একদিন না হয় হলো ।
হাটতে হাটতে বাংলা একাডেমীর গেটের কয়েক গজ আগে এসে দাড়িয়ে পড়তে হলো । মানুষের ভীড় । দাড়ালাম । ট্রাকের মাইকে গান বাজছে । ঝটলা একটু কমলে আগাবো ।
- কি ভাইচতা খাওয়া পান নাই।
বয়স্ক একজন সামনে দাড়িয়ে হাক দিল । সাথে আধ হাত লম্বা আর ৩িন আঙ্গুলের মত মোটা একটা কলা আমার হাতে ধরিয়ে বনের জন্য হাক দিলেন ।
- বন নাই। খাড়ান। আনতে পাঠাইছি।
মুরব্বী সামনে থেকে হাওয়া । কয়েক জন মাথা থেকে ব্যান্ড খুলে হাত মূখ ধুচ্ছে । হাসি মূখ । উৎসব । বন, কলা ।
আমি বনের জন্য অপেক্ষা না করে নির্দিষ্ট জায়গায় চলে এলাম সমাবেশে আসা মিছিলকারীদের খাবারের এক আইটেম পকেটে নিয়ে ।
#চারুপিন্টু বসা । বিশাল আকারের কলাটা বের করলাম । এ কলা আমার দ্বারা খাওয়া সম্ভব না । অর্ধেক হয়ত টেনেটুনে সম্ভব । কিন্তু দেখলাম চারু মুহূর্তের ভিতর কলা পেটে চালান করে দিল । আমি পুরা বেআক্কেল হয়ে গেলাম । একা এত বড় কলা । একটু সাধলোও না ।
অল্প কিছুক্ষন পর ঐ খান থেকে চলে যাওয়ার সময় ভাবলাম আওয়ামী লীগের এ সব কর্মীদের বড় অংশকে সরকারে, বিরোধী দলে রাস্তায় দেখা যায় । বিরোধী দলে থাকা অবস্থায় মাইরতো ডেইলীর চা, সিগারেট ।
বিএনপি নেত্রী একের পর এক আহ্বাবন করেই যাচ্ছে । তাদের কর্মীরা কই ?
আওয়ামী লীগ নেতা যদি আজকের মত উৎসবের বদলে বিএনপি নেত্রীর মত আন্দোলনের ডাক দিত, রাস্তায় ডাক দিত তাহলে কি হতো? কি হয়? ইতিহাস কি বলে?
#রাজনিতী করিতে হইলে আধা পেটা খাওয়া+ ২৫% পুলিশের বাধা + ২৫ শ্লোগান রপ্ত করা জরূরী। টিভি বাক্সে বিক্ষোভ হয় না ।
ব্লেজার পরে বিক্ষোভ হয় না । টাই পরে বিক্ষোভ হয় না ।
©somewhere in net ltd.