নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

জর্দা বিবির পালা (তারেক মিয়া দূরবীনে নেতা-নেত্রী হাতড়ায়)

১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪২

আমি জর্দা বিবি বাংলার ছবি,
খাই জর্দা পান
পানে, ধ্যানে,সর্বদাই
গাই বাংলার গান ....


হঠাৎ কইরা রঙ্গিন বাক্সে
আবেগীয় ঘোষনা
খালেদার স্বাস্থের চিন্তায়
অমিত শাহ বাচে না ।
আছে আরও জ্ঞানী গুনী
আম্রিকা ছিনটর,
খবর দেখি, ছতরা হাতে
সুপারী কঠর কঠর।


আহারে রঙিন বিবি
দামী শাড়ী, কালো পতাকা
বাকশালে ট্রাক দিয়া
দিল গণতন্ত্র ধোকা ।
আন্দোলন বইসা থাকে
গুলশান এলাকায়
তারেক মিয়া দূরবীনে
নেতা-নেত্রী হাতড়ায়।


হইল না কঠোর রাজী
আইলো না আন্দোলুন
গণতন্ত্র কায়েম করে
পুড়াইয়া মানুষ খুন ।
সাইজ্জা গুইজ্জা অবরুদ্ধ
মাইকে অসুস্থ
তারপরেতে শুনলাম
তার চিন্তায় পৃথিবী ব্যাস্ত।


হঠাৎ কইরা হা হা হা হিহি
বলগে নেট জোরে
অমিত শাহ খালেদারে চিনেনা
কয় সে কে রে।
ছিনেটররা খায় দায়
এত্ত টাইম কোথায়
তাই খালেদা তাদের নামে
নিজে বাণী বানায়।


পান আইজ পড়ছে ভালো
কচ্চর কচ্চর করে
কয়েক পণ, পান সুপারী
পাঠাইতে চাই খালেদারে।
বিএনপি কমেডী, হাসির কারণ
বাঙ্গালী হাসো তোমরা
ফি রি বিনুদন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:৪৮

যোগী বলেছেন:
ব্যাপক ব্যাপক !
বাঙ্গালী হাসো তোমরা
ফি রি বিনুদন ।

১৩ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৬

জহিরুলহকবাপি বলেছেন: বাঙ্গালী হাসো তোমরা
ফি রি বিনুদন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.