নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

আর আমার “প্রাণ” আমার। সরকারের উপর এর নিরাপত্তার পুরা দায়িত্ব দেওয়া যাচ্ছে না !!!!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

কাল রাতের জোছনায় কি শোক ছিল। চাঁদ বড় কালো ছিল। বারবার সকালগুলো, রাতগুলো আতংকিত হচ্ছে। আমি বা আমার মত অনেকেই ঘুমড়াচ্ছি, ঘুম পাচ্ছে না, খাবার নামছে না ।
প্রতিটি রাত ভর্তি, প্রতিটি সকাল ভর্তি স্বজনের পোড়া লাশ । পোড়া। পোড়া। আর কত আর কত ?!!
গাইবান্ধায় পুলিশ পাহারায় চলাচলের সময় যাত্রীবাহী বাসে আগুনে ঝলসে গেছেন ২৫ জনের মত যাত্রী । বেজি’স (বেগম জিয়া অব:) ডিমান্ডস ( রাতের পানির সাথে) ৪ চার “মানুরবি কিউ” গত রাতেই কমপ্লিট । চার জনের ভিতর এক জন শিশু ।
আজ কাল আর চিন্তা নাই উনার । ঐ বাস যাত্রীদের ভিতর বেশির ভাগই বিপদ সীমায় ।
কিন্তু
আমাদেরও কি চিন্তা নাই ? আমরা কি জামাত-বিএনপি-সুশিল- ছাগু-বিঙ্গুদের “মানুরবি কিউ” হওয়ার জন্য অপেক্ষা করবো? কার্যত এ জঙ্গী গেরিলা আক্রমনের সাথে পৃথিবীবাসী নতুন পরিচিত । সামনা সামনি দাঙ্গা বিক্ষোভ সশস্ত্র দাঙ্গার সাথে পরিচিত । প্রতিবাদকারী, বিক্ষোভকারী বা শত্রুরা সাহসের সাথে মানুষের মত, নিজের অধিকার, দর্শন, চাওয়া, ত্যাগ ( ভুল বা শুদ্ধ যাই হোক)-এর জন্য আইন, শৃংখলা বাহিনী, সেনাবাহিনী, সরকারী দলের সাথে মারা-মারি করেছে, মার খেয়েছে, মার দিয়েছে । কিন্তু সাধারাণ মানুষের সাথে, নিরস্ত্র মানুষের এ ধরনের গেরিলা হামলা পৃথিবীতে নতুন ।
কিন্তু অকল্পনীয় কিছু নয়, আইন শৃংখলা বাহিনীও যথেষ্ট প্রশিক্ষিত। ৩৩ তম দিনে গড়ানোর পর বলা যায় আ্ইন শৃংখলা বাহিনী, সরকার কার্যত ব্যার্থ বিবিধ কারণে। আর আমার “প্রাণ” আমার। সরকারের উপর এর নিরাপত্তার পুরা দায়িত্ব দেওয়া যাচ্ছে না !!!!
তাহলে এখন করনীয় কি? ফেবুতে, শহীদ মিনারে, শাহবাগে, মফস্বলের শহীদ মিনার, বিশেষ স্থানে প্রতিবাদ, ব্যানার ব্যাবসার লাভ, মমানব বন্ধন এবং ফেবুতে জ্বালাময়ী স্ট্যাটাস “প্রতিবাদ” “মাইরালবাম” কুইট্টা হালাইবাম” ইত্যাদি?!
এ দিয়েতো কাজ হচ্ছে না । দিনকে দিন বাড়ছে খালেদা বোমা ছোড় । তাহলে এখন.............????????

খালেদা বোম.... যমদূত
ঘুম..... সমলোচনা..... টিভি..... গালি....ফেবু.... অতপর আমি বা আপনি যে কেউ মানুরবি কিউ ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২১

নিলু বলেছেন: কান্নার পরেই হাঁসি বা আনন্দ , আজকের সন্ত্রাস কালকের ফাঁস , লিখে যান

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

জহিরুলহকবাপি বলেছেন: লিখে কিছু হচ্ছে না । প্রমানিত ।
করণীয় কি?

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:৩৪

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: নিজেও নিজের নিরাপত্তা দিতে পারছি না ভাই

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:২৮

জহিরুলহকবাপি বলেছেন: ঠিক। । । ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:১১

শাহ আজিজ বলেছেন: কার্যত বোমাবাজরা এখন সীমান্ত সংলগ্ন শহরগুলিতে ছড়িয়ে পড়েছে। বোমা মারো আর বর্ডার ক্রস করো । এই ছড়িয়ে পড়াটা বিপজ্জনক । কারন এতে ক্ষুদ্র ক্ষুদ্র দল ও পেশাদার অপরাধীরাও জড়িয়ে পড়ছে।

নিরাপদ থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.