![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
খালেদা : চিলিং আনহ্যাপী
সুশীল : ম্যাডাম চিলিং না ফিলিং
খালেদা : (চিন্তিত) জানতাম । টেংশনে ভুলে গেছি ।
সুশীল : ( চোখ মুখ অন্ধকার। চেহারা কাদো কাদো । শরীরের ব্যাথা সামলানোর চেষ্টা) আ.. আ.. আপা থুক্কু ম্যাডাম (সমব্যাথায় বেজির হাটুতে বাড়ী লাগার দুরত্বে), ও ম্যাডাম গো, ম্যাডাম । আপনি টেনশন নিয়েন না ( আবেগে গলা কাপছে) । টেনশন করে কি করবেন । এটা জীবনের বিধান, প্রকৃতির নিয়ম । ম্যাডামগো ও... ও .... ও.... ম্যাডাম কেউ আগে যাবে, কেউ পরে যাবে গো ম্যাডাম । কোকোরে নিয়ে টেনশন, মন খারাপ করবেন না প্লিজ। সে বেহস্তবাসী হবে । অাপনে টেনশন করলে, মন খারাপ করলে ৫% অমিত শাহর দালাল ছাড়া বাকী ৯৫ বাঙ্গালীর মন খারাপ হয়
। শুধূ বাংলাদেশের না , কুলাঙ্গার নাস্তেক আর্মিরা যে সব দেশের মানুষরে উর্দুর বদলে বাংলা
শিখায়েছে সে সব দেশের মানুষেরা পর্যন্ত টেনশন করে, মন খারাপ করে
। কোকো সাব . . ( সুশীল আরও কিছু বলতে যাচ্ছিল । কিন্তু তার আগেই বে.জি .......)
খালেদা : ইঠিয়টের হাউসের ইডিয়ট । তোরে খালি বোতল দিয়া বাড়ি দিব। বাচাল । মূর্খ । আমি ভাবতেছি কোকোর বউ যাওয়ার সময় আমার মেকাপ বক্স থেকে কিছু নিয়া যায় নাইতো?!!! লাশ বাড়ীতে না নিয়া অফিসে আনার এটাও একটা কারণ।
সূশীল : আপা এটা নিয়া টেনশন, মন খারাপ করবেন না । আমার ওফাইফ, শ্যালিকা, বইন , কন্যা অল আপনার ব্র্র্যান্ড পরে। আপনারে ফলো করেই পরে । ওদের সব নিয়া আসব । হবে না ?
খালেদা : ( মূখে কিছুটা হাসি) আজতো গণতন্ত্রের জন্য আট জন আত্ন ত্যাগ করলো । কাল কথোয় আত্নত্যাগ করবে ? সরকার, ৫% বখাটে, নাস্তিক, নষ্ট যে ভাবে এ খানে, সে হারে গনতান্ত্রিক মহান যোদ্ধাদের ধরছে, মারছে , গাড়ী চাপা দিচ্ছে চিন্তিত না হওয়া সম্ভব না । এদের জ্বালায়তো আত্ন ত্যাগ করতে আসা মানুষদের সাহায্য করা যাবেই না । তাহলে?
সুশীল : ম্যাডাম আমেরিকা এটা কি করলো?
খালেদা : ওদের কথা বাদ দাও । ওরা শাহাবাগীদের মত নসট ও নাসটেক ।
©somewhere in net ltd.