নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

কেন আমার বিধবা মায়ের ট্যাক্সের টাকা এ খাতে খরচ করা হবে অন্য উপায় থাকতেও

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:৫৮

মাননীয় প্রধান মন্ত্রী কাল বার্ণ ইউনিটে ৬৩ জন রুগীর প্রত্যেককে ১০ লাখ টাকা করে দিয়েছেন। মোট ছয় কোটি ত্রিশ লাখ । তিনি অবশ্যই অবশ্যই নমস্য তার উদারতা, দয়া, দায়িত্বশীলতার জন্য।
কিন্তু গুলশানের কোন এক গুহায় থেকে জঙ্গী নেতার হুকুমে এখানে সেখানে মানুষ পুড়িয়ে মারবে আর তার দায় মিটাবে জনগণ?!!!!
জনগনের ছয় কোটি ত্রিশ লাখ টাকা কাল নিপিড়ীত জনগনকে প্রধান মন্ত্রী দিয়েছেন ।
আমার বিধবা মার যে সঞ্চয় পত্র আছে সেখান থেকেও ট্যাক্স কাটা হয় । সেই টাকা খরচ হলো খালেদার জন্য।
কেন বিএনপির ডাকা অবরোধের পেট্রোল বোমায় পুড়ে যাওয়াদের পূর্ণবাসন খালেদা/বোমাবাজ/বিএনপির সম্পত্তি ক্রোক করে করা হবে না । কেন আমার বিধবা মায়ের ট্যাক্সের টাকা এ খাতে খরচ করা হবে অন্য উপায় থাকতেও ।
বোমাবাজ, খালেদা, বিএনপির তহবিল থেকে প্রত্যেক আহতদের, নিহতদের পূর্ণবাসনের ব্যাবস্থা করা হোক, জনগনের ট্যাক্সের টাকায় নয় ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২২

নিলু বলেছেন: একটি রাষ্ট্রের আয় আসে সকল মত / ভেদের মানুষের কাছ থেকে , তবে সব জনগণই ট্যাক্স / ভ্যাট দেয় না , যারা টাকা পেয়েছেন তারা সব দলেরই লোক বোধ হয় , এখানে দলবাজির কোনও চিনহ নেই ভাই ,

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

জহিরুলহকবাপি বলেছেন: আমি কিন্তু কোন দলবাজির কথা বলি নাই । আমি বলছি এ টাকাগুলো দিতে হবে তাদের কাছ থেকে নিয়া যাদের জন্য এ অবস্থা

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:০২

নীল আকাশ ২০১৪ বলেছেন: ট্যাক্সের টাকা মূলত ব্যবহৃত হয় মন্ত্রী-এমপিদের ভুঁড়ির সাইজ বাড়ানো ও টা রক্ষণাবেক্ষণে। এর ফাঁক গলে দু-এক পয়সা যদি বার্ন ইউনিটের গরীব ও অসহায় মানুষের হাতে গিয়েই থাকে, তাতে আপনার জ্বলুনির কারণটা কি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৩

জহিরুলহকবাপি বলেছেন: আমি বলছি এ টাকাগুলো দিতে হবে তাদের কাছ থেকে নিয়া যাদের জন্য এ অবস্থা

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

ঢাকাবাসী বলেছেন: আমাদেের ট্যাক্সের টাকার অধিকাংশই অপচয় হয়, মন্ত্রী এমপি আমলাদের বিলাস ব্যাসনে খারচ হয়। এখানে গরীব মানুষরা (ওরা সরকারী হাসপাতালে চিকিৎসা করাচ্ছে এপোলো বা ইউনাইটেডে যায়নি তাই ধরে নিচ্ছি ওরা গরীব) দুটো টাকা পেলে ক্ষতি কি?

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪

জহিরুলহকবাপি বলেছেন: আমি বলছি এ টাকাগুলো দিতে হবে তাদের কাছ থেকে নিয়া যাদের জন্য এ অবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.