![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
জ্ঞানের মহা সমুদ্র ড. আকবর আলী খান ঘেটির রগ ইস্পাত দৃঢ় করে বলছিল- বিএনপি মোটেও এ নাশকতা করছে না । তারা কোন ভাবেই বোমা হামলার জন্য দায়ী না।
*** উনি কি ভাবে এত নিশ্চিত হলেন বিএনপি দায়ী না ? এর মানে কি উনি প্রমানসহ জানেন কে দায়ী? আকবর সাব কোন বিষয় জানেন না? কোন বিষয়ে উনার বক্তব্য শোনেন নাই? রাজনিতী, বিজ্ঞান, সাহিত্য, মশা, আইন, নাসা, ওবামা, কেচো, কৃমি, বহুমত্র রোগ, মৌন দুর্ব
লতা ( বেশি কথা বলা) থেকে মহিলাদের বিভিন্ন ব্যাক্তিগত রোগ কোন বিষয়ে উনার জ্ঞান নাই ? আমি নিশ্চিত উনি অবাধ্য প্রেমিকাকে বাধ্য করারও নিয়ম জানেন । ( উনার ফুন নম্ব......?)
প্রাক্তন উপদেষ্টা রাশেদা কে চৌধূরীর হা-হুতাশ্বেসর বাতাসে টিভি স্ক্রীন ঘোলা হয়ে যাওয়ার অবস্থা হয়ে ছিল। তাড়া উঠে লুঙ্গি দিয়ে স্ক্রীন মূছে ছিলাম । মানুষ জন বোমবাজদের ধরে পুলিশে দেওয়ার আগে পিটানী দিচ্ছে এ নিয়ে ওনার চিন্তা, আফসোসের শেষ নাই । কেন পিটানী দিবে? বোমাগুলো পাশে রেখে পুলিশকে খবর দিবে। উনার ভাষ্য এই ।
*** উনি লিপিস্টিক লাগান । লিপিস্টিক ক্যামিকেল । এতে পরিবেশের ক্ষতি হচ্ছে । তাছাড়া তার লিপিস্টিক, সাজগোজ দেখে দরিদ্র, অসমর্থ, অল্প সমর্থ মহিলাদের কেউ কেউ গোপনে দীর্ঘশ্বাস ফেলে । নিজেদের কথা ভেবে কষ্ট পায় । রাশেদা কে চৌধূরী কেন এ অমানবিক কাজ করে যাচ্ছেন । এক দিয়ে যেমন অমানবিক আরেক দিকে পরিবেশের জন্য ক্ষতিও বাটে ।
©somewhere in net ltd.
১|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:১৪
নীল আকাশ ২০১৪ বলেছেন: তার মানে কি বলতে চান বোমা উনিই মেরেছেন? উনি বিএনপি করেন না, তাই বোমা ফাটানো বিএনপির কাজ নয় - এরকম? আর জনতা যাদেরকে পিটুনি দিয়ে পুলিশে দিচ্ছে, ওনারা কি রাশেদার নাতিন জামাই লাগে? নইলে হাহুতাশ হবে কেন?
আর একটা কথা। জোয়ান মরদ্দ বেটাছেলে আপনি - একজন ষাটোর্ধ বৃদ্ধার লিপস্টিকের দিকে এভাবে তাকান কেন? লজ্জা শরম নেই?