![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি।
অর্থহীন গান যদিও ২১ তারিখে সবাই গায় জামাত, বিএনপিও গাইতো। এবার তারা দোয়া মাহফিল আর বোমা মাহফিল করছে ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে।
গান মুখস্ত , ২১ তারিখে না গাইলে প্রেস্টিজ এর ব্যাপার।
সাদা পানজাবী, সাদা শাড়ী ,
ফুল হাতে প্রভাত ফেরীর বাহাদূরী ।
হের বাদে বনে বাদাড়ে ক্যামেরা হাতে প্যারট,
রবিন, ক্রো, কিংফিশারের খোজে ঘুরি।
প্রভাত ফেরী, প্রভাত ফেরী ফেরী।
মোবাইল হাতে নিয়ে ঘুরা এক সময় ফ্যাশন ছিল । বহু আগে । ফ্যাশন রবীন্দ্র সঙ্গীত শিখা । এখন ফ্যাশন বার্ড ওয়াচ, ন্যাচার ওয়াচ ।
যে দেশের ক্ষতি করে, সে কি করে প্রকৃতি প্রেমিক হয়, পাখি প্রেমিক হয়?
আজতো একুশে ফেব্রুয়ারী ।
বাংলা দ্বিতীয় ভাষা । স্লো পয়েজনে এক সময় হারাবে পাখির দেশি নাম ।
©somewhere in net ltd.
১|
২২ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৪৭
প্রামানিক বলেছেন: সুন্দর কথা বলেছেন।