![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
খালদা নাস্তার টেবিলে ডিম দেখে অবাক হলো । ডিমতো আজ পাওয়া যাওয়ার কথা না ।
খালেদার কাছেই নতমূখে লাল চশমা পরে সালাউদ্দিন দাড়ানো।
খালেদা: সালা ডিম আসলে কই থেইকা?
সালা: কেন আপা?
খালেদা: (রেগে) কানার ঘরের কানা আমি তোর কোন কালের আপা?
সালা: সরি ম্যাডাম।
খালেদা: ডিম পাওয়া গেল কেমতে আমি এটাই বুঝতেছিনা।
সালা: ম্যাডাম কেন পাওয়া যাবে না?
খালেদা: মুরুক্কর ঘরের মুরুক্ক, শেয়ালের ছাও । মান্নারে কাইল বাকশালীরা অবৈদ এররেসট করছে।
সালা: ম্যাডাম জানিতো । আমি এর জন্য আমার রুমের হাই কোমড তুলে ফেলছি। এরেস্ট করতে বসলে গুর টাঙকিতে বসে থাকবো । গন্ধে, ঘেন্নায় আমার কাছে কেউ আসতে পারবে না ।
( সালা নিজের কথা ভাবলো। সে বাই চান্স নেতা। তার গুরু যেমন বাই চান্স মুক্তিযোদ্ধ। ফাচেক, মাচেক সবরে হান্দাইয়া দেওনের পর সে সামনে চান্স পাইছে। সে তার নিজের বাও ভালো বুঝে । হুদা মুদা পুলিসের গুতা খায় কে? আবার সামনে না থাকলে পরে মিনিস্টার হওন যাফে না । সো............ ভিডিও বার্তা। সাপও মরল লাঠিও ভাঙ্গলো না।)
খালেদা: ছাগলের বাচ্চা ছাগল । ধুরহ ! দুদ দুদ
সালা: ম্যাডাম দুধ খাবেন
খালেদা: শুয়রের লেঞ্জা । আমার দুদুরে ডাক।
সালাউদ্দিন বুঝতে পারলো না .........।
এর ভিতর শিমুল ঢুকে । সে আর পাপিয়া দরজার চিপায় এতক্ষন দাড়ায়ে ছিল । পাপিয়া গেছে দুদুরে ব্যাস্ত রাখতে। কোন ভাবেই যেন এদিকে না আসে।
শিমুল : ম্যাডাম অবস্থাতো ভালো না । বাজারে এখনও ডিম আছে। আমি খবর ....
খালেদা: কি খবর....
শিমুল: ম্যাডাম ডিম নাকি পুরান । তাই ফার্স্টে কাডল খুজছে । সিজন না । যা পাওয়া যাচ্ছে সবই পাকা। দরকার কাচা কাডল ।
খালেদা: কস কি? যাক সব পাকা কাডল হওনে বাইচ্চা গেল।
শিমুল: ম্যাডামগো ম্যাডাম ও ম্যাডাম । কাডল না পাওন যাওনে প্রবলেম হয়না গো ম্যাডাম। কয়েক টেরাক বড় বড় বেল ডিবি অফিসে ঢুকতে দেখা গেছে.......
খালেদা: অ। তাইলে কামাইল্লারে ডাক । মন্নারে আর দরকার নাই । আসিফ্ফারে ক’দিন দেখিনা । ছাগুর বাইচ্চা করে কি? বিচি কি নিয়া? দে ডিম দে । খাই।
©somewhere in net ltd.