![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
আমাদের বিএফডিসি ১০০ % মৃত । সিনেমা যাই হচ্ছে সবই Bangladesh Film Development Corporation BFDC এর বাইরের । উন্নাসিকতা, ভুল ব্যাকরণ, অদক্ষতা, অসৎতা, চাটুকারিতা, সঠিক সিধান্তের অভাব, অর্থ লোলুপতা, ইত্যাদির কারণে এফডিসি এখন স্টুডিও ভাড়ার জায়গা ।
Bangla Academy, Dhaka কি এফডিসির মতন তেমন কিছু হতে যাচ্ছে ? হেফাজতি-জামাতিদের হুংকারে শুধূ বই বাজেয়াপ্ত নয়, স্টলও বন্ধ । এক বই-এর কারণে অন্য বইগুলোকে শাস্তি দেওয়া হলো কেন?!!!!! রোদেলা প্রকাশনীর মালিক, কর্মচারী, লেখকেদের পেটে লাথি মারা হলো কেন? একাডেমীর কর্তারা সরকারী কোষাগার থেকে টাকা নিবেন । এদেরকে কি হবে ।
#অভিজিৎদা খুন হলেন । বাংলা একাডেমী থেকে একটা কথাও উচ্চারন করা হলো না ! অভিজিৎদা’র বই #বাংলাএকাডেমীরমেলায় বিক্রি হয় । আর সব বইর মতই ঘোষনা করা হয় তথ্য কেন্দ্র থেকে । বাংলা একাডেমী যদি লেখক, ফোকলর,কবি, গল্পকার তথা বুদ্ধি বিত্তিক চর্চার কেয়ার টেকার/মুরব্বী ( আমরা তাই জানি) হয় তবে অভিজিৎও বাংলা একাডেমীরই লেখক । দেশেও এসেছিলেন বাংলা একাডেমীর মেলা উপলক্ষে । অভিজিৎ না হয়ে সাধারণ কেউও যদি সাধারণ কারণে মেলায় এসে খুন হতেন সে ক্ষেত্রেও মেলা কতৃপক্ষ শোক/সহমর্মিতা জানাতে পারতো । কিন্তু ন্যাক্কারজনক ঘটনা................... ।
চাটুকার দিয়া শরীর ম্যাসাজ করানো যাইতে পারে কিন্তু ঐতিহ্য, পরম্পরা রক্ষা হইবেনা বাঙ্গাল ভাই ও বোনেরা । ছাগল দিয়া যদি হাল চাষ হইতো তাহলে বেশি টাকা খরচ করে, কষ্ট বেশি করে কে আর গরু পালতো ?
ছাগলে জন্য মমতা দেখিয়ে উর্বর জমি নষ্ট করে কি না খেয়ে থাকবো? যদি গরু নাই থাকে তবে নিজেরে জোয়াল নিজে টানাই ভালো ছাগলের কাধে তুলে দেওয়ার চেয়ে । এফডিসির বেলায়া যেটা ঘটেছে ।
#বাংলাএকাডেমী?
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:০২
জহিরুলহকবাপি বলেছেন: তাদের চামচামি তারা করুক । কিন্তু তাদের কারণে আমরা ঘর নষ্ট করতে পারি না ।
২| ০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১:১৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
http://www.somewhereinblog.net/blog/Qadri/30015027#c10894227
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৫ দুপুর ১২:৩০
ঢাকাবাসী বলেছেন: বাংলা একাডেমী একটা সরকারী অফিস ছাড়া আর কিছুই না। এদের কাজ খালি সরকারের গুন গেয়ে গায়ে বাতাস লাগিয়ে বেড়ানো।