![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
অভিজিৎ এর ঘটনায় বিশেষ রেসিপিতে মাংস রান্নার ঘটনা মনে পড়লো । গরুর মাংস। রান্নার স্টাইল ইন্দোণিশিয়ান/মালেশিয়ান। আমরা খুব ক্ষুধার্ত পেটে ভিজা জিহ্বে বসে আছি মাংস খাওয়ার জন্য । মাংস এলো খাওয়া শুরু করতেই - এক পিচ্চি : উ এটা বিদেশী রান্না ?!! আমাদের বুয়া যেদিন ঠিক মত রান্না করে না , আধা কাচা থাকে সেই দিন এমন হয় স্বাদ ।
মুক্ত চিন্তা প্রকাশের জন্য অভিজিৎ খুন হওয়ার পর কয়েক জনের ফেবু ওয়াল, কথা বার্তা শুনে মনে হলো শিক্ষিত হতে হতে অশিক্ষায় শিক্ষিত প্রোডাক্টই হয় এখনকার, প্রগতীশীল, বুদ্ধিজিবী , বর্ণচোরা-সুবিধাবাদী সুশীল।
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৭:১৪
জহিরুলহকবাপি বলেছেন: বুদ্ধি জিবীদের অবস্থা দেখেন আশে পাশে । নাম নিব না- কয়েকজন বুদ্ধিজিবী মিন মিনে ভাবে বলতে চাইছে - অভিজিৎ ধর্ম না মেনে ঠিক করে নাই । সে ধর্মকে গালাগাল না দিক, ধর্মর বিরুদ্ধেতো বলছে (নির্দিষ্ট কোন ধর্ম নয়)
২| ০২ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৭:১৯
রেজওয়ানা আলী তনিমা বলেছেন: ভালো বুঝলাম না, পোষ্টে কি বোঝাতে চাইলেন ভ্রাতা?
০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৭:১৫
জহিরুলহকবাপি বলেছেন: বুদ্ধি জিবীদের অবস্থা দেখেন আশে পাশে । নাম নিব না- কয়েকজন বুদ্ধিজিবী মিন মিনে ভাবে বলতে চাইছে - অভিজিৎ ধর্ম না মেনে ঠিক করে নাই । সে ধর্মকে গালাগাল না দিক, ধর্মর বিরুদ্ধেতো বলছে (নির্দিষ্ট কোন ধর্ম নয়)
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৫ বিকাল ৫:১৭
ঢাকাবাসী বলেছেন: দুএকটা উদাহরণ দিলে ভাল হত।