![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
:
মান্না এক খান কাঠের চেয়ারে বসে আছে। মান্না নিজেকে বোঝানার চেষ্টা করলো সে ঘাগু রাজনিতীবিদ, তার কাছ থেকে কখা আদায় করা এত সোজা না । খিক খিক বলদা ডিবি । শালা মালখোর তারে ফোন না দিলে সেনা ক্যুর আলাপ জমতো না । ডেস ডেস । পরক্ষনেই মান্নার তলপেটে হাজার প্রজাপতি ডানা মেলে । এখন পর্যন্ত তাকে শুধূ জিজ্ঞাসাই করা হচ্ছে । মাঝে মাঝে আঙ্গুল বেকা করার হুমকি । এর ভিতর কিছু সে বলেছে কিন্তু সব না । সে যে সব বলে নাই এটা ডিবিও জানে । এখন তারা যদি সত্য সত্য আঙ্গুল বেকা করে!! এই ভয়ে মান্নার হিসু পায় । যেমন ঘুমের ভিতর শিশুদের হিসু পায় তেমনি মান্নার হিসু পেল । কিন্তু......... । মান্নার মনে আবার বলদের সাহস ফিরে এলো । বলদ বড় প্রাণী । তার সাহসও বড় । আরে এরাতো বুঝে নাই সে কে! গণ অভ্যুথান হয়ে যাবে, কামাল ভাই মে বি আপ্রাণ চেষ্টা করছে । মানুষতো ক্ষেপছেই তারে এরেস্ট করার জন্য । পুলিশ বাধা দিচ্ছে তাই দেরী । মান্না আবার ভাবলো আমেরিকা কি মেরিনার পাঠাইতে পারে! ইউইনচ্ছা ঠিক মত হোয়াইট বিল্ডিং এ মেসেজ পাঠাইছেতো? ছাত্রদল দিয়া কিছু হবে না মান্না সিউর । চলমান আন্দোলনের তাদের পারফরম্যান্স জিরো । ছাত্রদল না বলে ছাগলদল বলা যায়। শিবির নিশ্চয় সুইসাইড স্কোয়াড গঠন করে ফেলেছে এতক্ষনে । মান্না তৃপ্তিতে গোপে তা দিল । নেতা। নেতা। নব গনতন্ত্রের নেতা। নেতা। গোপ। গোপে তা। গোফে তা দিতে দিতে মান্না ভাবলো আই.এস. কি শিবিরকে সহযোগীতা করবে তাকে বের করে নিতে। করার কথা । করবেতো নিশ্চয় ।
হঠাৎ মান্না দেখল তার সামনে একজন দাড়ানো । তার হাতে বড় বড় দুইটা ডিম । চক চকে ভাব আর পরটা মান্নার চোখে পড়লো না । মান্নার নিজের অজান্তেই হাত চলে যায় পশ্চাৎপদেশে । কই আই.এস, কই আম্রিকা, কই সপ্তম নো বগর, কেই মেরিনার। তার বদলে ডিম । মান্নার দুই হা পশ্চাৎপদেশে।
- তুম কেয়া চাতেহো? তু নেহি জানতা হাম কৌন ? গজব ..... ডিবির অবাক চোখকে আতংকিত মান্নার মনে হলো শীতল চোখ, তাই গজব বলার পর কথা বন । গাড়ী আবার স্টার্ট। গজব পড়েগি হামার পাড়, হাম নেহি মিথ্যা বলতা ।
অফিসার অবাক । মান্নার মগজে খেলে যায় অসধারণ স্ক্রিপ্ট। মান্না বুকে হাত দিয়ে চেয়ারে মোচড়াতে থাকে ।
আ আ আ আ আ হাম মার জায়েগ্ন । মইরা যায়েন্গি। বুকটা ফাইট্টা যায় আরে বুকটা ফাই যায়। হামারা বুকমে ব্যাথা । মান্না অভিনয়ের সাথে সাথেই ভাবতে থাকে পরবর্তী স্ক্রিপ্ট । এতদিন ে এ বুদ্ধি কুতায় থে ।
সাথে সাথে এম্ব্যুল্যান্স । হাসপাতাল ।
ভিআইপি পেসেন্ট ( ষড়যন্তন্ত্র দোষে) । কি সমস্যা স্যার । দায়িত্ববান ডাক্তার । এ কয়দিন ক্লান্ত । বার্ণ ইউনিট, ইর্মাজেন্সী।
ডাক্তারের আফসোস হলো । এ লোক বিশ্ববিদ্যালয় এলাকায় মানুষের লাশ চাইলো আর নিজের জীবন বাচাতে সেই বিশ্ববিদ্যালয়েই আসতে হলো । একেই বলে কপাল ।
স্যার কি সমস্যা ?
হামারা বুকমে ব্যাতা ১হ্যায় । হামকো বাচা১েলা।
ডাক্তার পুরা বুঝলনা ভাষাটা ।
তুম ডাক্তার নেহি তুম বাকশাল হ্যায় । আই..... চতুর মান্না এস বলল না । এ হারামজাদার ব্যাবস্থা করবে আই . এস আসলে । এর সাকার কাছে পাঠানো হবে । সাকার কথায় মান্নারও গা রি রি করে উঠল ।
ডাক্তার ইসিজি সহ অন্যান সব পরীক্ষা করলো । নো প্রব । হালা বাউ একটিং করতেছে । ডাক্তার লিখে দিল প্রব নাই । মান্না.... গোপ.......
টিডিং টিডিং পম পম
১২ ই মার্চ, ২০১৫ সকাল ৮:৩৪
জহিরুলহকবাপি বলেছেন: আপনার নিজের মাথার কথা বললেন ? আত্নসমলোচনা ভালো জিনিষ
২| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪১
রামন বলেছেন:
হেফাজত তার হাজার হাজার মিলিট্যান্টস নিয়ে হাসিনা সরকারকে উৎখ্যাত করার জন্য ঢাকা অবরোধ করলো, সারারাত তান্ডব চালালো, তারপরও সরকারকে হেলাতে পারল না, আর কিনা ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার মান্না টেলিফোন কল দিয়েই সরকার পতন ঘটাবে--অবিশ্বাস্য!
৩| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:৫২
দধীচি বলেছেন: রামন বলেছেন:
হেফাজত তার হাজার হাজার মিলিট্যান্টস নিয়ে হাসিনা সরকারকে উৎখ্যাত করার জন্য ঢাকা অবরোধ করল
হাজার হাজার মিলিট্যান্টস? কারো হাতে কি কোন অস্ত্র ছিল? কতখানি বাললিগ ভক্ত হইলে এক এক খান কমেন্ট করে , আজব?
৪| ১২ ই মার্চ, ২০১৫ রাত ১:০৪
রামন বলেছেন:
আমি কোথাও অস্ত্র বা হাতিয়ারের কথা বলেছি নাকি? অবান্তর অপ্রাসঙ্গিক কথা কেন বলেন?
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৯
হোসেন মালিক বলেছেন: আগদুম বাগডুম পোস্ট দিছেন মাসাল্লাহ
অলস মস্তিস্ক শয়তানের কারখানা