| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জহিরুলহকবাপি
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
** কারো অনুমতি না নিয়ে ছবি তোলা নিষেদ । সেই জায়গায় বগুড়ার মেজিসট্রেট কোন আইনের বদলৌতে পার্কে ঘুরতে আসা তরূণ তরূনীদের ভিডিও করলো এবং গণ মাধ্যমে ছড়িয়ে পড়লো ? পার্কে ঘুরতে আসা মেয়েগুলোর বিয়ের দায়িত্ব নিবে কে? সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন হয়ে কোন বাবা/মা যদি আজ অসুস্থ হয়ে পড়ে তাহলে.........? কোন মেয়ে যদি আত্নহননের পথ বেছে নেয়........?
** বগুড়ায় গত দুবছরের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ ও স্বাধীনতার সপক্ষ শক্তির প্রায় ১০০ কাছা কাছি নেতা কর্মী, সমমনা খুন হয়েছেন আততায়ী বা দলবদ্ধ খুনিদের দ্বারা।
## বর্তমান মেজিসট্রেট বগুড়ায় আছে কত দিন?
আই.এস/পার্ক/প্রগতীশীল হত্যা ..........
কারো পায়ের শব্দের সাথে কি মিলে?
মেজিসট্রেটের বিরুদ্ধে লিখাতে কি আদালত অবমাননা হলো ? কি জানি? আমি আম-জনতা । দেশি কম দামী আম, কোন সিজনে মিষ্টি আবার কখনও চুকা । একসপোর্ট/শপিং মল/চেইন সপ বা ফরমালিন কোয়ালিটির নয় ।
সুন্দর চাঁদ, বাউরি বাতাস । বাহ কি সুন্দর দেশ । । আফসোস জোছনা গেলার বদলে এক প্রশাসনিক সন্ত্রাস নিয়ে লিখতে হচ্ছে................ আদৌ কি কিছু হবে? আরওতো পিচ্ছাচ্ছি । বেশ কিছু বছর আগে কোচিং শেষে বা ক্লাস ফাকি দিয়ে ছেলে মেয়ে, কম চেনা বেশি চেনা সব একসাথে পার্কে ঘুরতে যেতাম........... কিন্তু আজ.................!!!!!!!!!
২|
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:৪৬
মাসূদ রানা বলেছেন: @জহিরুলহকবাপি
তুমি ডাবল স্ট্যান্ডার্ডে কথা বলছ ............ পার্কে ঘোরাঘুরিরর নামে কেউ অসামাজিকতা করে বেড়ালে তার কি শাস্তি হওয়া উচিত না ?
১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:১২
জহিরুলহকবাপি বলেছেন: তুমি আগে বলো একটা মফস্বল শহরে কতটা অসামাজিক কাজ চলতে পারে দিনের আলোতে ?!!!! শাস্তি সে তো আইনের আওতায় এনে দিতে হবে । ভিডিও করে ছেড়ে দেওয়া এটা আইনের কোন ধারায় আছে বলো।
৩|
১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৫:৪৭
মাসূদ রানা বলেছেন: হাহাহাহা ............. ভালো বলেছো, তোমা তুমিতে একেবারে সয়লাব ..........
যাই হোক,তোমার প্রশ্নের বিপরীতে আমি একটা প্রশ্ন করি, কেননা কথা বলার ধরনে মনে হচ্ছে তুমি একজন ব্যরিস্টার না হলেও অন্তত ছোটো-খাটো আইনজীবি তো বটে !"পার্কে গিয়ে কোন কিছু ভিডিও করে সেটা শেয়ার করা যাবে না", এটা কি আইনের কোন ধারায় বলা আছে ? থাকলে পেনাল কোডের একটা ধারা শুনিয়ে দিয়ে আমাদের চমৎকৃত করে দেন দেখি ..............
আর মেয়েগুলো যদি পার্কে গিয়ে কোন প্রকার অসামাজিকতা করে না থাকে, তাহলে তাদের বাবা মা'রাও বা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়ে অসুস্থ হয়ে যাবেন কেন ? ![]()
@জহিরুলহকবাপি
©somewhere in net ltd.
১|
১৩ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৬
নতুন বলেছেন: তিনি কোন কোন আইনে এদের সাজা দিয়েছেন জানতে ইচ্ছে করছে...