নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কবিতা,উপন্যাস,দর্শন,সিনেমা ও অন্যান্য

জহিরুলহকবাপি

আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।

জহিরুলহকবাপি › বিস্তারিত পোস্টঃ

ভাবছি কাল বগুড়ার মেয়েগুলোর কথা, সারারাত কেটেছে অস্বস্তিতে, এখনও তা

১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:০৮

বাংলাদেশের খেলা নিয়ে খুশির জোয়ার চলছে । মাহমুদুল্লাহর সেঞ্চুরি খেলায়, স্বপ্নে, আশায় নতুন মাত্রা দিয়েছে । কিন্তু আমি স্বস্তিতে নেই । সারারাত কেটেছে অস্বস্তিতে, এখনও তা । ভাবছি কাল বগুড়ার মেয়েগুলোর কথা । তারা পারিবারিক, সামাজিক ভাবে কি পরিমান হেনস্তা হচ্ছে?!!
আমার ছোট বোন প্রেম করতো । পরে পারিবারিক ভাবেই বিয়ে । কিন্তু এ বিয়েতে মাকে রাজী করাতে নাকের পানি আর কপালের ঘামের মিকচার । প্রেম করাটাই অপরাধ ছিল বোনের। সেই জায়গায় পার্কে বন্ধু, সহপাঠী, প্রেমিকের সাথে দিনের আলোতে এমন কালি মেখে আবার তা ভিডিও করে নেটে ছেড়ে দেওয়ার পর এ মেয়েগুলি কি পরিমান গজ্ঞনার শিকার হচ্ছে?!! হবে?!
কেউ কি দেখার নেই ।

এত বড় নারী নির্যাতন, সংবিধান লঙ্ঘন, ক্ষমতার অপব্যাবহার করার পরও এখন পর্যন্ত বগুড়ার ঐ মেজিসট্রেটের নামে কোন আইনানুগ ব্যাবস্থা নেওয়া হলো না!!!
কেন? এ দেশ কি শরীয়া আইনে চলছে? এ দেশ কি আই.এস এর ? আই.এস/তালেবান/আল-কায়েদারা তো এমন সমাজ চায় । বগুড়ার মেজিসট্রেট জঙ্গীদের মত অস্ত্রও ধরতো যদি সুবিধা পেত । এ মেজিসট্রেটের মনোভাব শতভাগ জঙ্গীদের মত । এরে রিমান্ডে নিলে অনেক তথ্য, ষড়যন্ত্র বের হওয়ার কথা স্বাভাবিক ভাবেই । বগুড়ায় আওয়ামী লীগার, স্বাধীনতা পন্থী এ পর্যন্ত ( গত দুবছরে ) খুন হয়েছে ১০০ জনের কাছা কাছি । এ সব খুনে যে সব অস্ত্র ব্যাবহার হয়েছে পুলিশ যদি ঐ মেজিসট্রেটকে নিয়া “অস্ত্র উদ্ধারে” বাইর হয় কিছু না কিছু পাওয়া যাবেই ।

নাকি আমরা অপেক্ষা করবো ঐ মেজিসট্রেটের “ভি” সাইনের জন্য অথবা আমি যা করছি ঠিক করছি, তোমরা আমার বা* ছিড় এ বাণীর জন্য।

আমার ভালো লাগছে না । মেয়েগুলোর কথা, ছেলে গুলোর কথা চিন্তা করে। অনেক মেয়েই এখন শিক্ষক, শিক্ষিকা এমন কি ইভ টিজারদের দ্বারা কটু কথা শুনবে ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:২৯

প্রামানিক বলেছেন: ভয়াবহ ঘটনা।

২| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৩

ডেড আকাশ বলেছেন: বগুড়ায় আওয়ামী লীগার, স্বাধীনতা পন্থী এ পর্যন্ত ( গত দুবছরে ) খুন হয়েছে ১০০ জনের কাছা কাছি

হাম্বাদের কাছে আওয়ামী লিগার মানেই স্বাধীনতা পন্থী , লোল রে লোল


আর সেকেন্ড কথা হল, বগুরার মেয়েরা ভালোই আছে, আলতু ফালতু পোস্ট দেয়ার জন্য এইসব বালছালের হাম্বাদের চাবকানো উচিত। বগুরার লোকজন বিএনপি পন্থী এই জিনিসটাই হাম্বাদের শরীরে আগুন ধরিয়ে দিচ্ছে।

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২২

জহিরুলহকবাপি বলেছেন: অশ্লীল লোকের অস্ত্র কটু কথা - হযরত আলী ।

...

৩| ১৩ ই মার্চ, ২০১৫ দুপুর ১২:৫৫

ডেড আকাশ বলেছেন: সামুতে হাম্বাদের কয়েকটা পেইড ব্লগার আছে যারা হাম্বা লীগের পক্ষে ব্লগ লিখে দালালি করে টাকা ইনকাম করে। এদের থেকে সাবধান।

৪| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:০৭

নিরন্তর যাত্রা বলেছেন: ভাই রাগ করেইনা বুঝতে পারছি আপনিও ছিলেন! না হয় এত মাইয়া প্রেমি হইয়া কাল থেকে অকাজের পোস্ট কইরা যাচ্ছেন!

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৭

জহিরুলহকবাপি বলেছেন: ্যা ম্যা ম্যা ম্যা ম্যা ।

৫| ১৩ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ভাই একটু খারাপ কথা বলি দেখেনতো গায়ে লাগে নাকি!! ধরেন আপনার বোনকে কেউ এইরকম পার্কে নিয়ে টিপাটিপি করছে এবং সেই পোলা কয়দিন টিপা দিয়া আপনার ছোটবোনকে ছেড়ে চলে গেলো !! শুনতে কেমন লাগলো!! কিন্তু এইটাই বাস্তবতা! কয়জন প্রেমিক প্রেমিকা সফল হয়। ইসলামে তাই বিবাহ বহির্ভূত সম্পর্ক হারাম করেছে। যে আইন ইসলামের বিরুদ্ধে যায় তার ব্যাপারে শপথ করা ইসলামে কি সমর্থন করে!! উত্তরের আশায় রইলাম!!

১৪ ই মার্চ, ২০১৫ রাত ১২:২৪

জহিরুলহকবাপি বলেছেন: ভিডিও করে তা ছেড়ে দেওয়া আইনত দন্ডনীয় ।
এ দেশের সংবিধান শরীয়া আইনে চলে না ।
আর যাদের বোন টিপ খেয়ে দর্ভবতী হয়েছে তারা এ বর্বরতা মেনে নিতে পারে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.