![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ভাইজান, আপুমনিরা গরম কেমন লাগে ? সবুর, সবুর, সবুর । আরও লাগবে । বছর বছর আরও বাড়বে গরম । এত বিদ্যুৎ নাই যে ঘরে ঘরে এসি, এত টাকাও নাই যে ঘরে ঘরে এসি । তাহলে? নিজের পায়ে নিজে কুড়াল মেরে কারে গালি দিবেন?! গাছ কাটছেন কেবল । লাগান নাই। যে কয়েকটা লাগানো হইছে বেশির ভাগই মেহগনি, দামী সোফ, দামী চাপা লাগবেতো। এখনও কিন্তু সময় যায় নাই । ঢাকাতে কত বাড়ী । সবই টাকলু । ছাদ ভর্তি গাছ লাগাতে কয় টাকা লাগে ?! ফরমালিন নিয়া গভ:রে গালি দেন । কেন? ছাদে লাউ,পুই শাক, পেয়ার, পেপে লাগানো যায় না ? খুব কম টাকায় ছাদ ভর্তি করা যায় । বারান্দায় মানি প্ল্যান লাগানো যায় না ঠোট্ট বোতলে অথবা পোলার আইসক্রিমের বাটিতে নাইনও ক্লক । সবুজ বাড়লেইতো শীতলতা বাড়েগো ভাই, আফারা। চলেন শুরু করি গাছ লাগানো । জিরো বাজেটে ।
©somewhere in net ltd.