![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কামনা করি মানুষের ভিতর স্বপ্নরা আসা যাওয়া করবে। মানুষ তার স্বপ্ন পূরণের জন্য যুদ্ধ করবে।
ইদানীং একটা শব্দ মিডিয়ার বদলৌতে খুব বেশী শুনা যাচ্ছে । আগামী কয়েক দিন খুব বেশী সম্ভবনা যে ঐ শব্দটা শুনতে শুনতে কানের পর্দা ব্যাথা হয়ে যাবে । বিষয়টা আমি বাংলা প্রচলনের চেষ্টা হিসাবেই নিচ্ছি । “মেয়র” এর বাংলা অর্থ বলা হচ্ছে “নগর পিতা” । শব্দটা কেমন দাম্ভিক মনে হয় আমাদের নির্বাচিত এম.পি, মন্ত্রী, আমলা, পুলিশের কর্মকর্তা, বড় কর্পরোরেট, বড় চোরাকারবারী, বড় ডাক্তার, বড় উকিল, বড় কবি বা টপ টেররের মতন ।
আমরাতো ভোটে “সেবক” নির্বাচন করি। কিন্তু নির্বাচিত হওয়ার পর পর তারা আমাদের না আমরা তাদের সেবক হয়ে যাই । তাদেরও না তাদের সেবকদের সেবক হয়ে যাই ।
আমাদের চারদিকে এখন দর্শণগত পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে । বাঙালি আর অবাঙালির ভেদাভেদ এখন স্পষ্ট । বাঙালি তার বাংলা দ্রুতই আবার উদ্ধার করে নিচ্ছে । এ অবস্থায় আমাদের যে কোন চেষ্টাতে অনেক সচেতন হওয়া উচিত । কে জানে আমাদের অসচেতনার সুযোগে আমাদের সৎ চিন্তায় কেউ বিষ ঢুকিয়ে দিচ্ছে কিনা । জয় বাংলাকে ইচ্ছাকৃত ভাবেই বাংলাদেশ জিন্দাবাদ করা হয়েছিল । কেন?
মেয়রের সরল, কার্যকরী, দায় বুঝায়, সেবক বুঝায় এমন প্রতিশব্দ, শব্দার্থ কি হতে পারে?
©somewhere in net ltd.